IPL 2024: "এই ম্যাচে যা করেছি সেটাই হয়তো...", ব্যাঙ্গালোরকে পর্যুদস্ত করে বড় ফাঁস শ্রেয়াস আইয়ার !! 1

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২৪ (IPL 2024) এ টানা দ্বিতীয় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। দলটি চলতি মরশুমের দশম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) ৭ উইকেটে হারিয়েছে। শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা ১৬.৫ ওভারে ৩ উইকেটে ১৮৩ রানের লক্ষ্য অর্জন করে। শ্রেয়াস আইয়ার ৩৯ রান করে অপরাজিত থাকেন এবং রিংকু সিং ৫ রান করে তাকে সঙ্গ দেন। ভেঙ্কটেশ আইয়ার ৫০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। সুনীল নারিন ৪৭ রান এবং ফিল সল্ট ৩০ রান করেছেন। একটি করে উইকেট পান যশ দয়াল, মায়াঙ্ক ডাগর ও বিজয়কুমার।

IPL 2024: "এই ম্যাচে যা করেছি সেটাই হয়তো...", ব্যাঙ্গালোরকে পর্যুদস্ত করে বড় ফাঁস শ্রেয়াস আইয়ার !! 2

প্রথমে ব্যাট করে আরসিবি ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে। আরসিবির হয়ে বিরাট কোহলি ৫৯ বলে ৮৩ রানের ইনিংস খেলেন। ৪টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। লিগে ৫২তম ফিফটি করেছেন বিরাট। তিনি ছাড়াও ক্যামেরন গ্রিন ৩৩ ও গ্লেন ম্যাক্সওয়েল ২৮ রানে অবদান রাখেন। কলকাতার হয়ে ২টি উইকেট পান আন্দ্রে রাসেল ও হর্ষিত রানা। শেষ কয়েকটি মরশুমে একেবারেই ভালো কিছু করে দেখাতে পারেনি কেকেআর। তাই এবার দলের মেন্টর হিসেবে আনা হয়েছে গৌতম গম্ভীর। এই গম্ভীরের নেতৃত্বেই ২০১২ ও ২০১৪ সালে আইপিএলে ট্রফি জিতেছিল কেকেআর। আর গৌতির উপস্থিতিতে ফের যেন জয়ের মন্ত্রটা খুঁজে পেয়েছে নাইট বাহিনী।

ম্যাচের পর কী বললেন আইয়ার?

IPL 2024: "এই ম্যাচে যা করেছি সেটাই হয়তো...", ব্যাঙ্গালোরকে পর্যুদস্ত করে বড় ফাঁস শ্রেয়াস আইয়ার !! 3

এ দিন ম্যাচ জেতার পর কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন, “শেষ ম্যাচটা জিতে আমরা এই লড়াইয়ে নামার আগে বেশ আত্মবিশ্বাসী ছিলাম। রাসেল বল করার সময় আমার উইকেট এনে দিয়ে সাহায্য করেছে। আমি নিজেও বেশ কয়েকটা ভালো শট খেলেছি। আমাদের কাজটা কিছুটা সহজ করে দেয় নারিন। ও যেভাবে ব্যাট চালিয়ে খেলেছে তা অসাধারণ। তবে এটা বলতেই হবে পিচে দু’রকমের পেস ছিল। আমরা আগামীকাল ব্যাঙ্গালোরে এক দিন কাটাব, তারপর ভাইজাগে যাব। আমি এই সময়ে খুব বেশি আশা করছি না। এটা টুর্নামেন্টের শুরু মাত্র। একে অপরের সাফল্য উপভোগ করতে চাই। এটাই আপাতত পরিকল্পনা।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *