IPL 2024: KKR শিবিরে স্বস্তির নিঃশ্বাস, আসন্ন আইপিএলে কলকাতার জার্সিতে খেলবেন মুজিব !! 1

IPL 2024: নিলামের পরেই নাজেহাল হয়ে পরে কলকাতা নাইট রাইডার্স (KKR)। আসলে আফগান মিস্ট্রি স্পিনার মুজিব উর রহমানকে (Mujeeb ur Rahman) দলে পেয়েও হাতছাড়া হতে পারতো কলকাতার। প্রসঙ্গত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (ACB) কেন্দ্রীয় চুক্তি থেকে ছাড় চেয়েছিলেন ৩ আফগান ক্রিকেটার। তাদের মধ্যে একজন ছিলেন মুজিব এবং ACB মনে করছে দেশের চেয়ে প্রাইভেট লিগগুলিকে বেশি গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটারেরা। যে কারণে তাদেরকে রুখতেই বড় সিদ্ধান্ত নিয়েছিল আফগান বোর্ড। মুজিব, নবীন উল হক ও ফাইজল হক ফারুকী’দের কেন্দ্রীয় চুক্তি দেরিতে করানোর সিদ্ধান্ত জানায় বোর্ড।

KKR’এর জার্সিতে খেলবেন মুজিব

Mujeeb Ur Rahman, ipl 2024
Mujeeb Ur Rahman | Image: Getty Images

তারা দেশের আগে ফ্রাঞ্চাইজি ক্রিকেট বেছে নেওয়ার জন্য আগামী এক বছর কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে না মুজিব, নবীন ও ফারুকীকে। পাশাপাশি অন্তত ২ বছর ছাড়পত্রও (NOC) দেওয়া হবে না বলে বোর্ড জানায়। কিন্তু ভারত-আফগানিস্তান সিরিজ শুরুর আগেই কেকেআর শিবিরে স্বস্তির খবর। আইপিএল (IPL 2024) খেলা নিয়ে মুজিব উর রহমানের অনিশ্চয়তার অবসান ঘটলো। আসলে আফগান ক্রিকেট বোর্ড ক্রিকেটারের বিদেশের ফ্রাঞ্জাইজি লিগ খেলা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল, তা প্রত্যাহার করে নিয়েছে। ফলে মুজিবদের আইপিএল সহ বিদেশি লিগ খেলায় কোনো সমস্যা থাকলো না।

এপ্রসঙ্গে মুখ খুলেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মিরওয়াইজ আশরাফ। মন্তব্য করে তিনি বলেছেন, “আমরা মনে করি খেলোয়াড়রা ভবিষ্যতেও এমন সিদ্ধান্ত নিতে পারেন। দেশকে প্রতিনিধিত্ব করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। এসিবি এবং নিয়ম আমাদের সবার উপরে এবং এটি অনুসরণ করা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন | IPL 2024: টুর্নামেন্ট শুরুর আগেই বড় খবর, মুম্বাইয়ের হয়ে মাঠে নামবেন আম্বাতি রায়ডু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *