IPL 2024: আজ ক্রিকেটদুনিয়ার নজর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) দিকে। সপ্তদশ মরসুমের জন্য দল গোছানোর সুবর্ণ সুযোগ রয়েছে দশ ফ্র্যাঞ্চাইজির কাছেই। দুবাইতে বসেছে নিলামের আসর। শুরুতেই আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যাটারদের জন্য চলছে দড়ি টানাটানি। অকশনিয়ান মল্লিকা সাগর নিলামের শুরুতেই ঘোষণা করেন রোভম্যান পাওয়েলের নাম। ক্যারিবিয়ান তারকাকে নিয়ে ধুন্ধুমার যুদ্ধ চলে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে। শেষমেশ অবশ্য বাজিমাত করে রাজস্থান’ই। ইংল্যান্ডের তরুণ মুখ হ্যারি ব্রুককে নিয়েও চললো দড়ি টানাটানি। শেষমেশ সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিং-দের দিল্লী ক্যাপিটালসে নাম লেখান তিনি। বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্র্যাভিস হেড’ও রয়েছেন ফ্র্যাঞ্চাইজিদের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকা। তিনি গেলেন সানরাইজার্স হায়দ্রাবাদ।
অবিক্রিতের তালিকায় রাইলি রুশো ও করুণ নায়ার। অজি তারকা স্টিভ স্মিথেরও ঠাঁই হলো না কোনো দলে। দ্বিতীয় সেটে ছিলো আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন অলরাউন্ডারদের নাম। শ্রীলঙ্কার তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বেস প্রাইসেই তুলে নিলো সানরাইজার্স হায়দ্রাবাদ। এবারের আইপিএল নিলামে রচিন রবীন্দ্র’কে নিয়ে দড়ি টানাটানি হতে পারে, মনে করা হয়েছিলো তেমনটাই। চেন্নাই সুপার কিংস, দিল্লী ক্যাপিটালসের মধ্যে যুদ্ধ শুরু হয় কিউই তরুণকে নিয়ে। পরে তাতে যোগ দেয় পাঞ্জাব কিংস’ও। শেষমেশ বিশ্বকাপে ১০ ইনিংসে ৫৭৮ রান ও ৭ উইকেটের মালিক পাড়ি জমালেন চেন্নাইতে। ধোনিদের সঙ্গে দেখা যাবে তাঁকে আগামী বছরের আইপিএলের।
Read More: “মালিক কিনেছে গাধা…” হার্দিককে ক্যাপ্টেন বানাতেই মেজাজ হারালেন বুমরাহ, করলেন বেফাঁস মন্তব্য !!
১) রোভম্যান পাওয়েল
দল- রাজস্থান রয়্যালস
বেস প্রাইস- ১ কোটি
নিলামে দাম পেলেন- ৭ কোটি ৪০ লাখ
২) হ্যারি ব্রুক
দল- দিল্লী ক্যাপিটালস
বেস প্রাইস- ২ কোটি
নিলামে দাম পেলেন- ৪কোটি
৩) ট্র্যাভিস হেড
দল- সানরাইজার্স হায়দ্রাবাদ
বেস প্রাইস- ২ কোটি
নিলামে দাম পেলেন- ৬ কোটি ৮০ লাখ
৪) ওয়ানিন্দু হাসারাঙ্গা
দল- সানরাইজার্স হায়দ্রাবাদ
বেস প্রাইস- ১ কোটি ৫০ লাখ
নিলামে দাম পেলেন- ১কোটি ৫০ লাখ
৫) রচিন রবীন্দ্র
দল- চেন্নাই সুপার কিংস
বেস প্রাইস- ৫০ লাখ
নিলামে দাম পেলেন- ১ কোটি ৮০ লাখ