IPL 2024: ক্রিকেটদুনিয়ার নজরে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। গত বছরের নভেম্বরে ওডিআই বিশ্বকাপ মেটার পর থেকেই আগ্রহ বেড়েছিলো আইপিএল নিয়ে। ২৬ নভেম্বর রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশ ও শেষ মুহূর্তে ট্রেডিং উইন্ডো ব্যবহার করে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (GT) থেকে মুম্বই ইন্ডিয়ান্স (MI) প্রত্যাবর্তন বাড়িয়েছিলো উত্তাপ। এরপর ১৯ ডিসেম্বরের মিনি নিলামে কামিন্স (Pat Cummins), স্টার্কদের (Mitchell Starc) বিপুল অর্থে নতুন দলে নাম লেখানোও আইপিএলের (IPL) সপ্তদশ মরসুমের জৌলুস বাড়িয়েছিলো কয়েক গুণ। আট থেকে আশি, সকলেই প্রহর গুণছিলেন ব্যাট-বলের দ্বৈরথ শুরুর। অবশেষে যাবতীয় জল্পনার অবসান হলো গতকাল। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হলো যে ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন মরসুম।
চলতি বছরে ভারতে রয়েছে সাধারণ নির্বাচন। সেই কথা মাথায় রেখে আইপিএল (IPL) সূচি প্রকাশেও অভিনব পন্থা নিয়েছে বিসিসিআই। নিরাপত্তাব্যবস্থাজনিত সমস্যা এড়াতে এক নয়, বরং দুই দফায় আইপিএল সূচি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল যে নির্ঘন্ট প্রকাশ করা হয়েছে তা অনুযায়ী লক্ষ্ণৌ সুপারজায়ান্টস প্রথম মাঠে নামছে টুর্নামেন্টের তৃতীয় দিন, অর্থাৎ ২৪ তারিখ। গত দুই মরসুমেই প্লে-অফের গণ্ডী টপকেছে লক্ষ্ণৌ (LSG)। কিন্তু নবাবের শহর তার আগে আর এগোতে পারে নি। এবার কে এল রাহুল (KL Rahul), ক্রুণাল পান্ডিয়াদের লক্ষ্য থাকবে বাকি পথটুকু পেরিয়ে সাফল্যের এভারেস্টে পা রাখা। আবেশ খান (Avesh Khan), ডেভিড উইলি, দেবদত্ত পাডিক্কালের (Devdutt Padikkal) মত ক্রিকেটারকে দলে নিয়েছে এবার লক্ষ্ণৌ। প্রথম দফার ম্যাচগুলি থেকেই বাকিদের পিছনে ফেলার সংকল্প থাকবে সুপারজায়ান্টসদের।
Read More: “স্বপ্নের মতন বোলিং…” অভিষেক ম্যাচে দুরন্ত বোলিং প্রদর্শন দেখিয়ে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং আকাশ দীপ !!
IPL 2024-এ LSG-র সম্পূর্ণ স্কোয়াড-
কে এল রাহুল (অধিনায়ক), ক্যুইন্টন ডি কক (উইকেটরক্ষক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), আয়ুষ বাদোনি, কাইল মায়ার্স, দেবদত্ত পাডিক্কাল, মার্কাস স্টয়নিস, দীপক হুডা, রবি বিষ্ণোই, নবীন উল হক, যুধবীর সিং, ক্রুণাল পান্ডিয়া, প্রেরক মাঁকড়, যশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মহসীন খান, শিভম মাভি, এম সিদ্ধার্থ, আর্শিন কুলকার্ণি, অ্যাস্টন টার্নার, ডেভিড উইলি, মহম্মদ আর্শাদ খান।
প্রথম দফায় LSG-র ম্যাচগুলি-
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
২৪/০৩/২০২৪ | রাজস্থান রয়্যালস বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস | জয়পুর | দুপুর ৩:৩০ |
৩০/০৩/২০২৪ | লক্ষ্ণৌ সুপারজায়ান্টস বনাম পাঞ্জাব কিংস | লক্ষ্ণৌ | সন্ধ্যে ৭:৩০ |
০২/০৪/২০২৪ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস | বেঙ্গালুরু | সন্ধ্যে ৭:৩০ |
০৭/০৪/২০২৪ | লক্ষ্ণৌ সুপারজায়ান্টস বনাম গুজরাত টাইটান্স | লক্ষ্ণৌ | সন্ধ্যে ৭:৩০ |