IPL 2024: গত বছরের নভেম্বরে ওডিআই বিশ্বকাপ মেটার পর থেকেই উত্তেজনা বেড়েছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL 2024) সপ্তদশ মরসুম নিয়ে। হার্দিক পান্ডিয়ার দলবদল, নিলামে প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের বিশাল অর্থে নতুন দলে নাম লেখানো আইপিএলের (IPL 2024) উত্তাপ বাড়িয়েছিলো আরও কয়েকগুণ। আট থেকে আশি সকলেই অপেক্ষা করে ছিলেন ব্যাট-বলের লড়াই শুরুর। নানান জল্পনার মাঝেই গতকাল বিকেলে অবশেষে আইপিএলের সপ্তদশতম মরসুমের সূচি প্রকাশ করেছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। গত বছর আইপিএল শুরু হয়েছিলো ৩১ মার্চ। এবার খানিক এগিয়ে এসেছে টুর্নামেন্ট। গতকাল যে সূচি প্রকাশ করা হয়েছে তা অনুযায়ী টুর্নামেন্টের বোধন হবে ২২ মার্চ।
২০২৪ সালে দেশে রয়েছে সাধারণ নির্বাচন। সেই কারণে নিরাপত্তাজনিত সমস্যার মুখে পড়তে হতে পারে আইপিএলকে। সাবধানে পা ফেলতে চাইছেন বোর্ড কর্তারা। নির্বাচনকে মাথায় রেখে দুই দফায় আইপিএল (IPL 2024) সূচি প্রকাশ করার ভাবনা নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ২২ মার্চ থেকে ৭ এপ্রিলের ম্যাচগুলির সূচি সামনে এনেছেন জয় শাহ, রজার বিনিরা। এই পর্বে কলকাতা নাইট রাইডার্স (KKR) ম্যাচ খেলবে তিনটি। ২০১২ ও ২০১৪ সালে খেতাব জয়ের পর লম্বা সময় সাফল্য ধরা দেয় নি বেগুনি-সোনালী বাহিনীর মুঠোয়। ক্রমাগত ব্যর্থতা কাটিয়ে উঠতে এবার মরিয়া নাইটরা। দুইবারের ট্রফিজয়ী অধিনায়ক গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) তারা ফিরিয়েছে মেন্টর হিসেবে। এছাড়াও রেকর্ড মূল্যে দলে নিয়েছে মিচেল স্টার্ককে (Mitchell Starc)। টুর্নামেন্টের শুরু থেকেই দাপুটে পারফর্ম্যান্স দিয়ে বাকি নয় প্রতিপক্ষকে পিছনে ফেলার লক্ষ্য নিয়ে মাঠে নামবে কলকাতা।
IPL 2024- এ KKR-এর সম্পূর্ণ স্কোয়াড-
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা (সহ-অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), জেসন রয়, অনুকূল রয়, ভেঙ্কটেশ আইয়ার, সুয়শ শর্মা, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, মিচেল স্টার্ক, অনকৃষ রঘুবংশী, রমনদীপ সিং, মনীশ পাণ্ডে, গাস অ্যাটকিনসন, মুজিব-উর-রহমান, শাকিব হুসেন, শেরফেন রাদারফোর্ড, চেতন সাকারিয়া, কোনা শ্রীকার ভরত (উইকেটরক্ষক)।
প্রথম পর্বে KKR-এর ম্যাচগুলি-
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
২৩/০৩/২০২৪ | কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ | কলকাতা | সন্ধ্যে ৭:৩০ |
২৯/০৩/২০২৪ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স | বেঙ্গালুরু | সন্ধ্যে ৭:৩০ |
০৩/০৪/২০২৪ | দিল্লী ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স | বিশাখাপত্তনম | সন্ধ্যে ৭:৩০ |
Also Read: IPL 2024: ঘোষণা হয়ে গেল আসন্ন আইপিএলের দিনক্ষণ, প্রথম ম্যাচেই মুখোমুখি এই দুই হেভিওয়েট দল !!