IPL 2024: বিশ্বকাপ মিটতেই ক্রিকেটজনতার ফোকাস এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) দিকে। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা কর্তৃক আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতার সপ্তদশ মরসুম শুরু হতে এখনও বাকি বেশ কয়েকমাস। আপাতত আগ্রহ ‘মিনি’ নিলাম নিয়ে। গত বছরের ২৩ ডিসেম্বর কেরলের কোচি’র পাঁচতারা হোটেলে আয়োজিত হয়েছিলো নিলাম। এবার দেশ ছাড়িয়ে তা পাড়ি দিচ্ছে দেশের বাইরে। আগামী ১৯ ডিসেম্বর মধ্যপ্রাচের দুবাইতে নিলামযুদ্ধে একে অপরের সম্মুখীন হবে আইপিএলের (IPL) দশ ফ্র্যাঞ্চাইজি। নিলামের টেবিলে বসার আগেই নিজেদের ঘরে গুছিয়ে নিতে মরিয়া দলগুলো। কাদের ধরে রাখা হবে আগামী মরসুমের জন্য, আর কাদেরই বা রাখা হবে বাতিলের খাতায়, তা ইতিমধ্যেই স্থির করে ফেলেছে তারা। বিসিসিআই-কে যে রিলিজ-রিটেনশন তালিকা পাঠানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলির তরফ থেকে, তা সামনে এলো আজ।
কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএল ট্রফি জিতেছে দুইবার-২০১২ এবং ২০১৪ সালে। শেষ ট্রফি জয়ের দশ বছর পূর্ণ হতে চলেছে আগামী বছর। এই দীর্ঘ খেতাব খরা কাটাতে এবার মরিয়া শাহরুখ খান, জুহি চাওলা’রা। সেই কারণেই দলকে ঢেলে সাজানোর পথে হেঁটেছেন তাঁরা। গত বছরের নিলামে প্রয়োজনীয় অর্থ হাতে না থাকায় তারকা ক্রিকেটারদের পিছনে ছোটা সম্ভব হয় নি কলকাতার পক্ষে। দলের ভারসাম্যে সমস্যা থেকে গিয়েছিলো। যা নাইট শিবিরের ব্যর্থতার অন্যতম কারণ হয়। দশ দলের লীগে শুরুটাই হার দিয়ে করতে হয়েছিলো কলকাতাকে। প্রত্যাবর্তন আর সম্ভব হয় নি। লীগ তালিকায় সপ্তম স্থানে শেষ করে তারা। সুযোগ হারায় প্লে-অফ খেলার।
এবার আর কোনো ভুলত্রুটি রাখতে চায় না কলকাতা (KKR)। ইতিমধ্যেই লক্ষ্ণৌ সুপারজায়ান্টস থেকে নিয়ে আসা হয়েছে গৌতম গম্ভীরকে। প্রাক্তন নাইট অধিনায়ক এবার বেগুনি-সোনালী ডাগ আউটে থাকবেন ‘মেন্টর’ হিসেবে। আজ নাইট টিম ম্যানেজমেন্ট যে রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশ করেছে তা অনুযায়ী ‘রিটেন’ হয়েছেন, ১২ জন। নাইট’রা ছেঁটে ফেলেছে ১৩ জন’কে। সকলকে অবাক করে ‘রিলিজ’ তালিকায় রয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি সুনীল নারাইন (Sunil Narine)। এক দশকের বেশী সময় নাইট শিবিরে ছিলেন তিনি। এবার তাঁকে বাদ দিয়েই দল সাজানোর ভাবনা কলকাতার। ১০ কোটি টাকা দিয়ে গত মরসুমে শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) দলে নিয়েছিলো নাইট’রা। বাদ পড়েছেন তিনিও। বাংলাদেশের দুই তারকা শাকিব আল হাসান ও লিটন দাস’কে গত নিলামে নিয়েছিলো কলকাতা। বাদ পড়েছেন তাঁরাও।
Read More: IPL 2024: চোকার তকমা ঘোচাতে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, প্রথমবার ট্রফি জিততে দলে থাকছে এই বিরাট পরিবর্তন !!
আগামী IPL-এ কলকাতার সম্পূর্ণ রিলিজ-রিটেনশন তালিকা-
যাঁরা থাকছেন নাইট শিবিরে-
শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, রহমানুল্লান গুরবাজ, জেসন রয়, সুয়শ শর্মা, অনুকূল রয়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী।
যাঁদেরকে ছেড়ে দিচ্ছে কলকাতা-
জনসন চার্লস, শাকিব আল হাসান, লিটন দাস, সুনীল নারাইন, আর্য দেশাই, ডেভিড উইসে, নারায়ণ জগদীশন, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদী।
কলকাতার হাতে থাকা অর্থের পরিমাণ- ৩২.৭ কোটি টাকা।