ipl-2024-kkr-probable-xi-vs-rcb

IPL 2024: ২০১২ এবং ২০১৪ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) খেতাব জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় দশটা বছর। কিন্তু একবার সাফল্য ধরা দেয় নি নাইট (KKR) শিবিরের হাতে। বেশ কয়েকবার প্লে-অফের গণ্ডী টপকেছে দল। ২০২১ সালে পৌঁছেছে ফাইনালেও, কিন্তু সেরার শিরোপা জোটে নি কপালে। চেন্নাই সুপার কিংস (CSK), মুম্বই ইন্ডিয়ান্সের (MI) মত ফ্র্যাঞ্চাইজিগুলি যখন একাধিকবার সাফল্যের শিখর স্পর্শ করেছে গত কয়েক বছরে, সেখানে নাইটদের বারবার ফিরতে হয়েছে শূন্য হাতে। দ্বিতীয় ট্রফির দশ বছর পূর্তিতে খেতাব নিশ্চিত করতে মরিয়া বেগুনি-সোনালী ব্রিগেড। আগামী আইপিএলের আসর বসতে পারে ২০২৪-এর এপ্রিল-মে মাসে। .

আইপিএলের সতেরোতম মরসুম শুরুর আগে দলের ফাঁকফোকর বুজিয়ে নেওয়ার একটা সুযোগ পেতে চলেছে দশ ফ্র্যাঞ্চাইজি। সংবাদমাধ্যম সূত্রে খবর চলতি বছরের ১৯ ডিসেম্বর বসতে চলেছে IPL 2024-এর মিনি নিলামের আসর। গত বছর কোচিতে আয়োজন হয়েছিলো এই নিলামের। তবে এবার দেশে নয়, বরং দুবাইতে হতে পারে নিলাম। গত মরসুমে ‘অকশন পার্সে’ যথেষ্ট অর্থ না থাকায় সেরা ক্রিকেটারদের পিছনে ছুটতে পারে নি কলকাতা (KKR)। দলগঠন নিয়ে থেকে গিয়েছিলো প্রশ্ন।  এবার অবশ্য সেই একই ভুল করতে রাজী নন ভেঙ্কি মাইশোর, শাহরুখ খান’রা। এখনও অবধি কলকাতার (KKR) হাতে উদ্বৃত্ত অর্থ হিসেবে রয়েছে ১ কোটি ৬৫ লাখ টাকা। সাথে তারকা ক্রিকেটারদের ‘রিলিজ’ করে অর্থের সংস্থান করতে পারে নাইট শিবির। নিলামের আগেই ছাঁটাই করা হতে পারে আন্দ্রে রাসেল’কে (Andre Russell)।

Read More: IPL 2024: নয়া মরশুম শুরুর আগে ‘বিরাট’ রদবদল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের, টিম থেকে বাদ তারকা খেলোয়াড় !!

বহু যুদ্ধের নায়ক রাসেলকে বিদায় জানাচ্ছে কলকাতা-

Andre Russell | IPL 2024 | Image: Getty Images
Andre Russell | Image: Getty Images

২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে যোগ দিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell)। এরপর দশ মরসুম তিনি কাটিয়েছেন বেগুনি-সোনালী জার্সিতে। হয়ে উঠেছেন কলকাতার ‘ঘরের ছেলে।’ প্রথম মরসুমে মাত্র ২ ম্যাচ খেলেছিলেন। ২ রান এবং ১টি উইকেট পান। তবে সেই বছর ট্রফি জিতেছিলো নাইট রাইডার্স (KKR)। তারপরে আর IPL খেতাব না জিতলেও নাইট শিবিরের অন্যতম ধারাবাহিক পারফর্মার থেকেছেন তিনি। ২০১৫ থেকে প্রথম একাদশের নিয়মিত সদস্য হয়ে ওঠেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। ২০১৯ সালে ব্যাট হাতে ৫১০ রান করেছিলেন তিনি। মরসুমে ৫২ ছক্কা হাঁকিয়ে সর্বোচ্চ ছক্কার পুরষ্কারও পেয়েছিলেন। বল হাতে নেন ১১ উইকেট। কলকাতা, লীগ তালিকায় শেষ করে পঞ্চম স্থানে। দলগত সাফল্য না এলেও রাসেলের ক্রিকেট মুগ্ধ করেছিলো দর্শকদের।

২০২০ থেকে অবশ্য ক্রমেই নিম্নগামী তাঁর পারফর্ম্যান্সের গ্রাফ। ২০২০ সালে তিনি ব্যাট হাতে ১০ ম্যাচে করেন মাত্র ১১৭ রান। ২০২১ সালেও ২০০ পেরোয় নি তাঁর রান সংখ্যা। ২০২২ মরসুমে ৩৩৫ রান করে পুরনো রাসেলের (Andre Russell) প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন নি তিনি। ২০২৩ মরসুমে  ১৪ ম্যাচ করেন মাত্র ২২৭। বল হাতে পান ৭টি মাত্র উইকেট। বেশ কয়েকটি ম্যাচে রিঙ্কু সিং বা নীতিশ রানা’র সঙ্গে রাসেল জুটি গড়তে ব্যর্থ হওয়ায় সাফল্য হাতছাড়া হয় নাইটদের। ৩৫ বর্ষীয় রাসেলের লাগাতার অফ ফর্ম চিন্তায় রেখেছে কলকাতাকে। সংবাদমাধ্যম সূত্রে খবর ১৯ ডিসেম্বরের নিলামের আগে ১২ কোটির তারকাকে ছেড়ে দিতে পারে তারা। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ২০২৩ বিশ্বকাপে নজর কেড়েছেন আজমাতুল্লাহ ওমরজাই। আফগান তরুণের উপর বড় বিনিয়োগ করতে পারে শাহরুখ খানের দল।

Also Read: World Cup 2023: ‘রাইট আর্ম ক্যুইক’ কোহলির ঝুলিতে উইকেট, বেঙ্গালুরু’র গ্যালারিতে বাঁধনহারা অনুষ্কা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *