IPL 2024: চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলতে বদ্ধপরিকর গুজরাট টাইটান্স শিবির, কার্যসিদ্ধি করতে গড়লো এই তুখোড় স্কোয়াড !! 1

IPL 2024: মঙ্গলবার, গুজরাট টাইটান্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) নিলামে ৩৮.১৫ কোটি টাকার পার্স নিয়ে প্রবেশ করে। নিলাম শেষ হলে তাদের পার্সে ৭ কোটি ৮৫ লাখ টাকা অবশিষ্ট ছিল। তবে তার মধ্যেই নিজেদের দল গুছিয়ে নিল তারা। শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স প্রথমে আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাইকে তার ভিত্তিমূল্য ৫০ লাখ টাকায় কিনে নেয়। এরপর উমেশ যাদবকে ৫ কোটি ৮০ লাখ টাকায় কেনা হয়। সেখানেই থেমে না থেকে আনক্যাপড অলরাউন্ডার শাহরুখ খানের জন্য বিপুল পরিমাণ খরচ করে তারা। শাহরুখ খানকে ৭ কোটি ৪০ লাখ টাকায় কিনেছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স আনক্যাপড ফাস্ট বোলার সুশান্ত মিশ্রকে ২ কোটি ২০ লাখ টাকায় দলে নিয়েছে। তার ভিত্তি মূল্য ছিল মাত্র ২০ লক্ষ টাকা। এছাড়া কার্তিক ত্যাগীকে ৬০ লাখ টাকায় কেনা হয়েছে। ২০ লাখ টাকায় মানব সুতারকে কিনেছে তারা। শেষের দিকে গুজরাট টাইটান্স অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসনকে দলে নেয়। জনসন মাত্র ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তাকে ১০ কোটি টাকায় কিনেছে তারা। উইকেটরক্ষক ব্যাটসম্যান রবিন মিঞ্জকে ২০ লাখ টাকায় টিমে জায়গা করে দেয়।

শুভমানের নেতৃত্বে শক্তিশালী গুজরাট ব্রিগেড

IPL 2024

গুজরাট টাইটান্সের আইপিএলে মাত্র দুই বছরের অভিজ্ঞতা রয়েছে। দুই মরশুমেই দলের পারফরম্যান্স দুর্দান্ত। দলটি ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২৩ সালে হয়েছিল রানারআপ হয়েছ। তবে এখন দলে নেই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া তার পুরনো দল মুম্বাই ইন্ডিয়ান্সে (MI) ফিরেছেন। আইপিএল নিলামের আগে মুম্বাই ও গুজরাটের মধ্যে লেনদেন হয় তারকা অলরাউন্ডারের। হার্দিক পান্ডিয়া চলে গেলেও, রশিদ খান, ডেভিড মিলার, মহম্মদ শামি এবং মোহিত শর্মার মতো খেলোয়াড়দের উপস্থিতিতে দলকে শক্তিশালী দেখাচ্ছে। হার্দিকের অনুপস্থিতিতে গুজরাটকে এবার নেতৃত্ব দেবেন শুভমান গিল। তবে হার্দিক চলে গেলেও, গুজরাটের অন্যতম ভরসার জায়গা তাদের কোচ আশিস নেহরা। যেভাবে সাইডলাইনে দাঁড়িয়ে তিনি দলকে ক্রমাগত চাগিয়ে যান তা এক কথায় অসাধারণ।

এবারের আইপিএলের জন্য গুজরাট টাইটান্সের পুরো স্কোয়াড:

শুভমান গিল (অধিনায়ক), ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন, ডেভিড মিলার, অভিনব মনোহর, সাই সুদর্শন, দর্শন নালকান্দে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াতিয়া, মহম্মদ শামি, নূর আহমেদ, আর সাই কিশোর, রশিদ খান, জোশ লিটল, মোহিত। শর্মা, স্পেনসন জনসন, শাহরুখ খান, উমেশ যাদব, রবিন মিঞ্জ, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী, আজমতুল্লাহ ওমরজাই, মানব সুত্তার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *