IPL 2024: আগ্রাসী দিল্লীর বিরুদ্ধে মাথানত গুজরাতের, ৬ উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন ঋষভ’রা !! 1

IPL 2024: ঘরের মাঠে আজ মুখ থুবড়ে পড়লো গুজরাত টাইটান্স। আইপিএলের (IPL) আসরে শুভমান গিল’রা আজ মুখোমুখি হয়েছিলো দিল্লী ক্যাপিটালসের। টুর্নামেন্টের শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিলো দিল্লী’কে। আজকের আগে তারা ছিলো নয় নম্বরে। চেন্নাই ও লক্ষ্ণৌর বিরুদ্ধে জিতলেও হেরেছিলো চারটি ম্যাচে। স্বভাবতই আহমেদাবাদের বাইশ গজে ফেভারিট হিসেবেই শুরু করেছিলো টাইটান্স শিবির। কিন্তু বিশেষজ্ঞদের যাবতীয় হিসেবনিকেশ উল্টেপাল্টে দিয়ে দুরন্ত জয় ছিনিয়ে নিলেন ঋষভ পন্থরাই। দুই পয়েন্ট অর্জন করার পথে রীতিমত গুঁড়িয়ে দিলেন ২০২২-এর চ্যাম্পিয়নদের। ৫৫ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরলো ক্যাপিটালস শিবির।

টসে জিতে আজ প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন দিল্লী অধিনায়ক ঋষভ পন্থ। শুরুতেই শুভমান গিল আউট হওয়ায় ব্যাকফুটে চলে গিয়েছিলো গুজরাত ব্যাটিং। এরপর অতল গহ্বরে তলিয়ে যায় তারা। একে একে ফেরেন ঋদ্ধিমান, সাই সুদর্শন, ডেভিড মিলার’রাও। শেষ দিকে রশিদ খান প্রতিরোধের চেষ্টা করলেও ৮৯ রানের বেশী এগোয় নি গুজরাত টাইটান্স ইনিংস। ৯০ রানের লক্ষ্য আহামরি কখনোই নয়। পৃথ্বী শ শর্ট বলের মোকাবিলা করতে না পেরে আউট হলেও মারমুখী ছিলেন জেক ফ্রেজার ম্যাকগ্রাক। তাঁর ক্যামিও’র পর ইনিংসের হাল ধরেন শে হোপ ও অভিষেক পোড়েল। পরপর তাঁদের দুজনকে ফিরিয়ে ম্যাচ জমিয়েছিলো গুজরাত, কিন্তু ততক্ষণে দেরী হয়ে গিয়েছে অনেক। ৬ উইকেটের ব্যবধানে জয় দিল্লী ক্যাপিটালসেরই।

Read More: IPL 2024: গুজরাতের ঘরের মাঠে মাস্তানি দিল্লী’র, মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেলো টাইটান্স শিবির !!

গুজরাত ব্যাটিং-এর বেহাল দশা আহমেদাবাদে-

GT vs DC | IPL 2024 |  Image: Getty Images
GT vs DC | IPL 2024 | Image: Getty Images

পিঠের চোটে কিছু ম্যাচে খেলা হয় নি ঋদ্ধিমান সাহা’র। আজ দলে ফিরেছিলেন তিনি। তাঁকে নিয়েই ওপেন করত নামেন শুভমান গিল। জোড়া বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেছিলেন ইনিংস। কিন্তু বেশীদূর এগোনোর আগেই থামতে হয় তাঁকে। ঈশান্ত শর্মা’র বলে ধরা পড়েন পৃথ্বী শ-এর হাতে। ৬ বলে ৮ রান আজ টাইটান্স অধিনায়কের সংগ্রহে। এরপর ফেরেন ঋদ্ধিমান’ও। প্রত্যাবর্তন ম্যাচে আগাগোড়া নড়বড়ে দেখিয়েছে বাংলার ক্রিকেটারকে। মুকেশ কুমারের বলে বোল্ড হলেন ঋদ্ধি। ১০ বলে করেন ২ রান। দুই ওপেনার ফিরতেই অশনি সঙ্কেত দেখতে শুরু করেছিলেন গুজরাত সমর্থকেরা। পরিস্থিতি আরও খারাপ হয় ১২ রান করে সাই সুদর্শন আউট হওয়ায়। রান আউট হন তামিলনাড়ুর তরুণ।

স্কোরবোর্ডে যখন ৩০ রান, তখন পড়ে গুজরাতের চতুর্থ উইকেটটি। আউট হন ডেভিড মিলার। ঈশান্ত শর্মা’র বলে ক্যাচ তুলে দেন ঋষভ পন্থের হাতে। উইকেটের পিছনে আজ অদম্য ঋষভ। এরপর স্ট্রিস্টান স্টাবসের বলে পরপর স্টাম্প করেন অভিনব মনোহর ও শাহরুখ খান’কে। ‘ফিনিশার’ রাহুল তেওয়াটিয়াকেও আজ চেনা ছন্দে দেখা যায় নি। ১০ রানে আউট হন তিনিও। গুজরাতের শেষ ভরসা ছিলেন রশিদ খান। আফগান তারকা চেষ্টা চালালেন। ২৪ বলে ৩১ রান এলো তাঁর ব্যাট থেকে। কিন্তু দিল্লীর বোলিং বিক্রমের সামনে দলের ইনিংসকে ৮৯ রানের বেশী এগিয়ে নিয়ে যেতে পারলেন না তিনিও। মুকেশ ৩টি, ঈশান্ত ও স্টাবস ২টি করে উইকেট নেন। একটি করে সাফল্য অক্ষর ও খলিলের।

টানা দ্বিতীয় জয়ে আশার আলো দেখছে দিল্লী-

Jake Fraser McGruk | IPL 2024 | Image: Getty Images
Jake Fraser McGruk | IPL 2024 | Image: Getty Images

লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে তাদের ঘরের মাঠে হারিয়ে আহমেদাবাদে পা রেখেছিলো দিল্লী ক্যাপিটালস। টানা দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচ থেকেও সম্পূর্ণ দুই পয়েন্ট নিয়ে ঘরে ফিরছে তারা। ওয়ার্নার ছিলেন না আজ। ওপেন করতে নেমেছিলেন পৃথ্বী শ ও জেক ফ্রেজার ম্যাকগ্রাক। দুই তরুণের জুটি চললো না বেশীক্ষণ। শর্ট বলের বিরুদ্ধে পৃথ্বীর দুর্বলতাকে কাজে লাগান সন্দীপ ওয়ারিয়র। থার্ড ম্যাচে ক্যাচ তালুবন্দী করে স্পেন্সার জনসন। ৬ বলে ৭ রান করেই ফেরেন পৃথ্বী। ম্যাকগ্রাস অবশ্য শুরুটা করেছিলেন ধুন্ধুমার ভঙ্গিতে। ২ টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০ বলে ২০ করেন তিনি। তবে অজি পেসার স্পেন্সার জনসনের বুদ্ধিদীপ্ত ডেলিভারিতে তিনি ক্যাচ তুলে দেন অভিনব মনোহরের হাতে।

ম্যাকগ্রাক যখন আউট হন তখন দিল্লীর স্কোরবোর্ডে ৩১ রান। গুজরাতের মতই ক্যাপিটালস শিবিরের ব্যাটিং-ও কি ভাঙবে হুড়মুড়িয়ে? উঠছিলো প্রশ্ন। কিন্তু তাদের ম্যাচে ফেরার সম্ভাবনা সবরমতীর জলে ভাসিয়ে দিলেন শে হোপ ও অভিষেক পোড়েল। ক্যারিবিয়ান তারকা জোড়া ছক্কা হাঁকিয়ে করে যান ১০ বলে ১৯। বঙ্গসন্তানের সংগ্রহ ৭ বলে ১৫। রানের নিরিখে বিশেষ কিছু হয়ত নয়, কিন্তু কম রানের পুঁজি নিয়ে এরপর গুজরাতের পক্ষে লড়াই চালিয়ে যাওয়া আর সম্ভব হয় নি। এরপর ব্যাট করতে নেমে সহজেই বাকি পথটুকু দলকে পার করিয়ে দেন অধিনায়ক পন্থ। তিনি অপরাজিত থাকেন ১১ বলে ১৬ করে, ৯ বলে ৯* সুমিত কুমারের। ৮.৫ ওভারেই জয় ছিনিয়ে নিলো দিল্লী। তারা উঠে এলো লীগ তালিকার ছয় নম্বরে।

Also Read: IPL-এ গ্লেন ম্যাক্সওয়েল’কে পাচ্ছে না বেঙ্গালুরু, এই মারাত্মক কারণেই ছিটকে গেলেন অজি অলরাউন্ডার !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *