গৌতম গম্ভীর (Gautam Gambhir), ভারতীয় ক্রিকেটের এক বর্ণময় চরিত্র। যত দিন ক্রিকেট খেলেছেন বারবার জ্বলে উঠেছেন বড় মঞ্চে। দক্ষিণ আফ্রিকায় টি-২০ বিশ্বকাপ ফাইনাল হোক বা দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ ফাইনাল-ভারতের নীল জার্সিতে ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছিলো তাঁকেই। দেশের জার্সির জন্য প্রতিপক্ষের সাথে সম্মুখসমরে অবতীর্ণ হতে কখনও পিছপা হতে দেখা যায় নি তাঁকে। কেবল আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দলের জন্য সর্বস্ব দিতে বারবার দেখা গিয়েছে গম্ভীরকে (Gautam Gambhir)। ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্স (KKR) সই করায় তাঁকে। অধিনায়ক হিসেবে চার বছরের মধ্যে ২বার দলকে চ্যাম্পিয়ন করেন তিনি। জায়গা করে নেন আইপিএলের সর্বকালের সেরাদের তালিকায়।
খেলা ছেড়েছেন বেশ কয়েকবছর হয়েছে। বর্তমানে ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হিসেবে সুপরিচিত গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ক্রিকেটার হিসেবে যেমন অকুতোভয় ছিলেন, বিশ্লেষক হিসেবেও তেমনই ডাকাবুকো তিনি। সোজা কথা স্পষ্ট ভাষায় বলতে কখনও দ্বিধা করেন না। ভয় পান না বিতর্ককে। ক্রিকেট বিশেষজ্ঞ এবং ধারাভাষ্যের পাশাপাশি আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) সঙ্গেও যুক্ত তিনি। ফ্র্যাঞ্চাইজির ‘মেন্টর’ তিনি। দেশ-বিদেশের ক্রিকেটারদের আইপিএলের দু’টো মাস সামনে থেকে দেখে, তাঁদের নিজে হাতে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ তিনি সামলাচ্ছেন । ২০২২ ও ২০২৩ মরসুমে সুপারজায়ান্টস ডাগ-আউটে গম্ভীরকে (Gautam Gambhir) দেখা গেলেও শোনা যাচ্ছে আগামী বছর শূন্য থাকতে চলেছে তাঁর চেয়ার। দল ছাড়তে চলেছেন তিনি। শুরু করতে চলেছেন নতুন অধ্যায়।
Read More: Asia Cup 2023: চাকরি হারাচ্ছেন হার্দিক পান্ডিয়া, এশিয়া কাপে ভারতীয় দলের ভাইস-ক্যাপ্টেন হচ্ছেন জসপ্রীত বুমরাহ !!
সুপারজায়ান্টস শিবির ছাড়ছেন গম্ভীর?
মেন্টরের ভূমিকাতেও কতখানি নিবেদিত প্রাণ গম্ভীর (Gautam Gambhir), তা বোঝা গিয়েছিলো ২০২৩ মরসুমে বিরাট কোহলির সাথে তাঁর ঝামেলায় জড়িয়ে পড়া থেকে। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ম্যাচে বাদানুবাদে জড়িয়েছিলেন বিরাট (Virat Kohli) ও নবীন-উল-হক। তার রেশ গড়ায় খেলার পরেও। দুই শিবির হাত মেলানোর সময় ফের একপ্রস্থ কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে। এর মধ্যেই গোটা ঘটনায় জড়িয়ে পড়েন গম্ভীর (Gautam Gambhir)। সরাসরি কোহলির কাছে থেকে জবাবদিহি চান তিনি। তাঁকে বলতে শোনা যায়, “আমার দলের খেলোয়াড়কে অপমান করা মানে আমাকে অপমান করা।” এই ঘটনার পর জরিমানাও দিতে হয়েছিলো তাঁকে। শাস্তি পান বিরাটও। তবে নিজের অবস্থান থেকে সরে আসেন নি গম্ভীর। পরে প্রকাশ্যেই লক্ষ্ণৌ দলের খেলোয়াড় নবীনের (Naveen-ul-Haq) পাশে দাঁড়াতে দেখা যায়।
দুই মরসুম লক্ষ্ণৌ দলে কাটানোর পর শোনা যাচ্ছে দল ছাড়তে চলেছেন তিনি। ক্রিকেটার জীবনে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবচেয়ে বেশী সাফল্য পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে। সংবাদ ভাসছিলো যে সেই নাইট শিবিরেই ‘মেন্টর’ হিসেবে ফিরতে চলেছেন তিনি। দায়িত্ব নেবেন ২০২৪ মরসুম থেকে। কিন্তু সংবাদমাধ্যম নিউজ ১৮-এর তরফ থেকে প্রকাশিত খবর অনুযায়ী আদৌ লক্ষ্ণৌ (LSG) ছেড়ে কলকাতা আসছেন না তিনি। বরং মনোযোগ দিচ্ছেন রাজনীতিতে। আসলে ২০২৪ সালে রয়েছে লোকসভা নির্বাচন। ভারতীয় জনতা পার্টির (BJP) পক্ষ থেকে পূর্ব দিল্লী আসনে দাঁড়ানোর কথা গম্ভীরের। ২০১৯ সালেও এই আসনে জিতে তিনি লোকসভায় পা রেখেছিলেন। ভোটের কাজে বেশী সময় নিয়োজিত করতেই সুপারজায়ান্টস ডাগ-আউটকে আপাতত বিদায় জানাচ্ছেন তিনি।
কি হতে চলেছে গম্ভীরের ভবিষ্যত?
২০২৪ মরসুমে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) শিবিরের সাথে না থাকলেও দল বদলাচ্ছেন না গৌতম গম্ভীর। ভোট মিটলে ফের ফিরবেন নিজের পুরনো দায়িত্বে। নিউজ ১৮-কে গম্ভীরের ঘনিষ্ট এক সূত্র জানিয়েছেন, “হ্যাঁ, গৌতম গম্ভীর আগামী মরসুমে আইপিএল থেকে বিরতি নিতে পারে রাজনৈতিক বাধ্যবাধকতা থাকায়। উনি অন্য কোনো দলে যাচ্ছেন না বা লক্ষৌ ফ্র্যাঞ্চাইজি ছাড়ছেন না। তবে লোকসভা নির্বাচনের আগে বেশ কিছু রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে, তাই সেই কাজেই তিনি নিজেকে নিয়োজিত করতে চান।” শোনা যাচ্ছে এই বছরের ডিসেম্বর মাসে আগামী মরসুমের আইপিএলের জন্য ‘মিনি’ নিলাম আয়োজিত করা হতে পারে, সেখানেও গম্ভীর (Gautam Gambhir) আদৌ থাকেন কিনা সেদিকে নজর থাকবে ক্রিকেটদুনিয়ার।
Also Read: Asia Cup 2023: ঘোষণা হলো এশিয়া কাপের জন্য ভারতীয় দল, রবিচন্দ্রন আশ্বিন পেলেন জায়গা !!