IPL 2024: আইপিএল ২০২৩-এ কলকাতা নাইট রাইডার্সের লোয়ার অর্ডার ব্যাটসম্যান রিংকু সিং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে ৫ বলে ৫টি ছক্কা মেরে দলকে দুর্দান্ত একটি জয় এনে দেন। গোটা টুর্নামেন্টের জন্য এটা একটা দুর্দান্ত মুহূর্ত ছিল। রিংকু সিংয়ের এই ইনিংসের পরই সবাই জানতে পারে যে এমন একজন খেলোয়াড় রয়েছেন যার প্রতিভার কোনও অভাব নেই। গতবারের দুর্দান্ত পারফরমেন্সের পর তিনি টিম ইন্ডিয়াতেও জায়গা করে নেন এবং দেশের জার্সি গায়ে ভালো পারফর্ম করেছেন। গতবারের আইপিএল রিংকু সিংয়ের ক্রিকেট কেরিয়ারের টার্নিং পয়েন্ট বললে ভুল হবে না। তবে সেটা এখন অতীত। চলতি আইপিএলে এখনও সেই মারকুটে মেজাজে দেখা যায়নি কলকাতার এই ব্যাটসম্যানকে।
চলতি আইপিএলে ম্রিয়মান রিংকু
গতবারের রিংকু সিংয়ের দুর্দান্ত পারফরমেন্স দেখে এবার তাকে ধরে রাখে কেকেআর। কারণ, এই রিংকুকেই দলের সেরা ম্যাচ উইনার হিসেবে বেছে নিয়েছে তারা। তবে আইপিএল ২০২৪-এ সেই আগুনে মেজাজে একেবারেই দেখা যায়নি তাকে। আসলে রিংকুর ওপর দায়িত্ব হল ম্যাচ ফিনিশ করার। আর সেই কাজটা করে দেখাতে পারছেন না তিনি। এখনও পর্যন্ত চলতি এই টুর্নামেন্টে ৪টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে শাহরুখ খানের দলের। কোন ম্যাচেই গতবারের মতো আগুনে মেজাজে দেখা যায়নি তাকে। যা পরিস্থিতি তাতে অনেকেই বলতে শুরু করে দিয়েছেন যে, এই ফর্ম চলতে থাকলে বিশ্বকাপের দলেও জায়গা পাওয়া তার জন্য কঠিন কাজ হবে।
টিম থেকে ‘আউট’ করবেন গম্ভীর
দীর্ঘ দশ বছর হয়ে গেল আইপিএলের ট্রফি ঘরে তুলতে পারেনি কেকেআর দল। ২০১৪ সালে শেষবার এই গৌতম গম্ভীরের অধিনায়কত্বেই কাপ জিতেছিল নাইট শিবির। এবার সেই গম্ভীর কলকাতা দলের মেন্টরের দায়িত্বে। তার লক্ষ্যই হল দলকে চ্যাম্পিয়ন করা। আর তার জন্য যে কোন কঠিন সিদ্ধান্ত নিতে পারেন তিনি। রিংকুই তাই প্রথম বলি হতে পারতেন। এবারের ৪টি ম্যাচে মাত্র ৬৩ রান করেছেন তিনি। আসলে তিনি ঠিকঠাক ব্যাট করার সুযোগই পাচ্ছেন না। তাই অনেকে্র মতে টিমে একটি জায়গা নষ্ট করছেন রিংকু। টিমের স্বার্থে এবার তাই গম্ভীর তার জায়গায় অন্য কোন অলরাউন্ডারকে জায়গা করে দিতে পারেন। আর এই বাঁহাতি তারকার জায়গা হবে রিজার্ভ বেঞ্চে।