IPL 2024: IPL 2024: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশ মরসুমের মিনি নিলামের আসর গতকাল বসেছিলো মধ্যপ্রাচ্যের দুবাইতে। ক্রিকেটজনতার নজর দিনভর ছিলো কোকা-কোলা এরিনার দিকে। দুপুর দেড়টা থেকে শুরু হয়ে নিলাম শেষ হতে হতে পেরিয়ে গেলো রাত ৯ টা। পছন্দের ক্রিকেটারদের দলে সামিল করতে তীব্র প্রতিদ্বন্দ্বীতায় অংশ নিতে দেখা গেলো ফ্র্যাঞ্চাইজিগুলোকে। সব দলের রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশের পর জানা গিয়েছিলো যে মোট শূন্যস্থানের সংখ্যা ৭৭। এই ৭৭ ক্রিকেটারকে ৩৩৩ জনের তালিকার মধ্যে থেকে বেছে নেওয়ার প্রয়াস করতে দেখা গেলো দশ দলকে। আকাশছোঁয়া দাম পেলেন প্যাট কামিন্স (Pat Cummins), মিচেল স্টার্ক (Mitchell Starc)। কুড়ি কোটির সীমান পেরোলেন দুজনেই। ড্যারিল মিচেল, আলঝারি জোসেফদের পকেট ভরলো গতকালের নিলামে।
আন্তর্জাতিক তারকাদের জন্য অর্থের বৃষ্টির মাঝেই আলাদা করে চোখ টেনে নিলো তরুণ উইকেটরক্ষক-ব্যাটার কুমার কুশাগ্রের (Kumar Kushagra) জন্য দড়ি টানাটানি। তাঁকে নিয়ে চললো ত্রিমুখী লড়াই। মাত্র ২০ লাখ টাকা বেস প্রাইস ছিলো তাঁর। প্রথমে আগ্রহ দেখিয়েছিলো চেন্নাই সুপার কিংস। এরপর আসরে নামে গুজরাত টাইটান্স। টাকার অঙ্ক ৬৫ লাখ স্পর্শ করার পর লড়াইতে যোগ দেয় দিল্লী ক্যাপিটালস’ও (DC)। চেন্নাই দৌড় থেকে সরে যাওয়ায় মুখোমুখি দ্বৈরথ চলে দিল্লী ও গুজরাতের মধ্যে। শেষমেশ ৭ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে বাজিমাত করে দিল্লী। রাজধানী শহর’ই যে তাঁর গন্তব্য হে, তা আন্দাজ করতে পেরেছিলেন কুমার কুশাগ্র (Kumar Kushagra) নিজে। ডায়রেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) প্রতিশ্রুতির কথা জানালেন তাঁর বাবা।
Read More: IPL 2024: নিলামের আসরে প্রীতির জন্য পাঞ্জাব খোয়ালো প্রচুর টাকা, ভুল খেলোয়াড় কিনে ছাড়লো আসর !!
সৌরভের জহুরির চোখ চিনেছে কুমার কুশাগ্রকে-
২০০৪ সালে তাঁর “ধোনি কো ট্রাই করতে হ্যায়” বাক্যটুকুই বদলে দিয়েছিলো ভারতীয় ক্রিকেটের গতিপথ। আজ সেই ঘটনার প্রায় কুড়ি বছর পর উইকেটরক্ষক-ব্যাটার কুমার কুশাগ্র মন জিতে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। ২০০৪ সালে তিনি ছিলেন ভারতের অধিনায়ক। নির্বাচকদের সাথে লড়ে গিয়েছিলেন ধোনিকে টিম ইন্ডিয়াতে (Team India) জায়গা দেওয়ার জন্য। আর সেই ২০২৩ সালে দিল্লী ক্যাপিটালস (DC) ফ্র্যাঞ্চাইজির ডায়রেকটর হিসেবে নিলামের টেবিলে কুশাগ্রের জন্য লড়তে দেখা গেলো তাঁকে। কাকতালীয় ভাবে ধোনির মতই কুমার কুশাগ্র’ও ঝাড়খণ্ডের। তাঁর দিকে হাত বাড়িয়েছিলো গুজরাত টাইটান্স (GT)। কিন্তু পছন্দের তরুণকে দলে নিতে ব্যগ্র ছিলেন সৌরভ। বেস প্রাইসের ৩৬ গুণ মূল্য দিয়ে তিনি সই করালেন বছর ১৯-এর তারকাকে।
নিলাম শেষে সম্প্রচারকারী সংস্থা জিও সিনেমাকে সাক্ষাৎকার দেওয়ার সময় সৌরভ (Sourav Ganguly) জানান, “ধোনি যা অর্জন করেছে, তার অর্ধেকও যদি ও (কুমার কুশাগ্র) অর্জন করতে পারে, তাহলেই বিরাট ব্যাপার।” ধোনির ছায়া যে সৌরভ গঙ্গোপাধ্যায় দেখতে পেয়েছেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটারের মধ্যে, তা জানিয়েছেন কুমার কুশাগ্রের (Kumar Kushagra) বাবা শশীকান্ত। দিল্লী ক্যাপিটালসের ট্রায়ালে অংশ নিয়েছিলেন কুশাগ্র। ডায়রেক্টর সৌরভের চোখে তখনই পড়েন তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শশীকান্ত জানিয়েছেন, “ওর (কুমার কুশাগ্র) ছয় মারার ক্ষমতা দেখে খুশি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ওর কিপিং দক্ষতাও নজর কেড়েছিলো। যেভাবে ও বেল ফেলে দেয় স্টাম্পের, তার মধ্যে এমএস ধোনির ছায়া দেখতে পেয়েছিলেন সৌরভ।”
কথা রেখেছেন সৌরভ, আপ্লুত তরুণ ক্রিকেটার-
শশীকান্ত সাক্ষাৎকারে আরও জানিয়েছেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কথা দিয়েছিলেন কুমার কুশাগ্র’কে দিল্লী ক্যাপিটালস দলে খেলানোর ব্যাপারে। তিনি বলেন, “ইডেনে ট্রায়াল শেষে (সৌরভ) গঙ্গোপাধ্যায়, কুশাগ্রকে বলেন যে ও দিল্লী ক্যাপিটালসের হয়েই খেলবে। ফ্র্যাঞ্চাইজি ওর জন্য ১০ কোটি টাকা অবধি দর হাঁকতে রাজী।” প্রাক্তন ভারত অধিনায়কের কথা সেই সময় অবিশ্বাস্য ঠেকেছিলো। অকপটে স্বীকার করে নিয়েছেন শশীকান্ত। তিনি জানান, “আমি ভেবেছিলাম যে ও বেস প্রাইসেই (দিল্লী) ক্যাপিটালসে যাবে। কিছু সময় তো আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মানুষ মিরাকলের কথা কেবল ভাবতেই পারে।” সন্তানের প্রতিক্রিয়ার কথা জানাতে গিয়ে শশীকান্ত বলেন, “ও আত্মবিশ্বাসী ছিলো কারণ সৌরভ ওকে কথা দিয়েছিলেন, কিন্তু আমি ভেবেছিলাম উনি কেবল উৎসাহ দিতেই এমনটা বলেছেন।”
কুমার কুশাগ্র’র পাশাপাশি একঝাঁক তরুণ ভারতীয় তারকা রাতারাতি নায়ক বনে গেলেন আইপিএল নিলামের পর। রাজস্থান রয়্যালস ৫ কোটি ৮০ লাখ টাকার বিনিময়ে সই করালো শুভম দুবেকে (Shubham Dubey)। মহারাষ্ট্রের ব্যাটারকে দিয়ে নিজেদের মিডল অর্ডারকে শক্তিশালী করলো তারা। উত্তরপ্রদেশের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভালো খেলা সমীর রিজভির (Sameer Rizvi) জন্য ৮ কোটি ৪০ লাখ টাকার বিশাল অঙ্ক খরচ করলো চেন্নাই সুপার কিংস। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দাম পেলেন তিনি। ঝোড়ো ব্যাটার হিসেবে পরিচিত শাহরুখ খান (Shahrukh Khan) পেলেন ৭ কোটি ৪০ লাখ। তাঁর পুরনো দল পাঞ্জাব কিংসকে পিছনে ফেলে বাজিমাত করলো গুজরাত টাইটান্স। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দাম পেলেন হর্ষল প্যাটেল। তাঁকে দলে সামিল করতে পাঞ্জাব কিংস খরচ করলো ১১ কোটি ৭৫ লাখ টাকা।