ipl-2024-fan-takes-part-in-auction

IPL 2024: দুবাইয়ের কোকা-কোলা এরিনাতে আজ বসেছে আইপিএলের (IPL) নিলামের আসর। সপ্তদশ মরসুমের জন্য দল গোছানোর লক্ষ্য নিয়ে আসরে নেমেছে দশ ফ্র্যাঞ্চাইজি। এতদিন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান ছিলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়। আজকের নিলামে অবশ্য ভেঙে গিয়েছে পূর্বের যাবতীয় রেকর্ড। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক-দুই অস্ট্রেলীয় তারকাই পেরিয়ে গিয়েছেন ২০ কোটির গণ্ডি। কামিন্সের ঝুলিতে জমা পড়েছে ২০.৫০ কোটি টাকা। তাঁকেও ছাড়িয়ে গিয়েছেন মিচেল স্টার্ক। কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে ফিরিয়েছে ২৪ কোটি ৭৫ লাখ টাকার বিনিময়ে। দুই অজি তারকার রেকর্ড গড়ার দিনে অনামী ভারতীয় তারকারাও জায়গা করে নিয়েছেন লাইমলাইটের নীচে। মহারাষ্ট্রের শুভম দুবে বা উত্তরপ্রদেশের সমীর রিজভিদের জন্য ধুন্ধুমার লড়াই হয়েছে নিলামের টেবিলে।

Read More: IPL Auction 2024: নিলামের আঙিনায় জয়জয়কার আনক্যাপড খেলোয়াড়দের, কোটি টাকায় বাজি মারলেন এম সিদ্ধার্থ !!

গত মরসুমে কেরলের কোচি শহরের পাঁচতারা হোটেলে বসেছিলো নিলামের আসর। ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি ও বোর্ডের কর্মকর্তা ছাড়া বিশেষ কেউ সরাসরি অংশ নিতে পারেন নি তাতে। এবার অবশ্য বিশেষ ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। কোকা-কোলা এরিনাতে সরাসরি নিলাম দেখার ব্যবস্থা করা হয়েছে ক্রিকেট অনুরাগীদের জন্য। তাঁদের মধ্যে একজন ভাগ্যবান ক্রিকেটপ্রেমীকে সরাসরি নিলামে অংশ নেওয়ার সুযোগ’ও করে দেওয়া হয়েছে আজ। দশম সেটে ভারতীয় আনক্যাপড স্পিনারদের নিলাম শুরুর আগে অকশনিয়ান মল্লিকা সাগর বিসিসিআই সচিব জয় শাহকে অনুরোধ করেন দর্শকদের নাম লেখা চিরকুটের মধ্যে থেকে একজনকে বেছে নিতে। বোর্ড সচিবের বেছে নেওয়া চিরকুটে যাঁর নাম ওঠে, সেই দর্শককে অনুরোধ করা হয় মঞ্চে এসে প্রথম কার নাম নিলামের জন্য যাবে তা বেছে নিতে। সেই দর্শক বাছেন উত্তরপ্রদেশের শিবা সিং-এর না। যদিও নিলামে দল পান নি শিবা।

দেখে নিন ঘটনার ভিডিও-

Also Read: IPL 2024: বিশাল অঙ্কের চুক্তিতে গুজরাতে শাহরুখ খান, আইপিএলের দৌলতে কোটিপতি শুভম দুবে, সমীর রিজভি’রা, !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *