IPL 2024: বোধন হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশ মরসুমের। প্রথম ম্যাচে চিপকের মাঠে মুখোমুখি হয়েছিলো চেন্নাই সুপার কিংস (CSK) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) । দ্বিতীয় দিনে টুর্নামেন্ট পাড়ি দিচ্ছে মোহালিতে। আইপিএলের প্রথম ‘সুপার স্যাটারডে’তে থাকছে দুটি ম্যাচ। দিনের প্রথম খেলায় পাঞ্জাব কিংস (PBKS) মুখোমুখি দিল্লী ক্যাপিটালসের (DC)। গত মরসুমে লীগ তালিকার নীচের দিকে ছিলো দুই দলই। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে তারা। মাঠে নামার আগে মিশ্র অনুভূতি দিল্লী ক্যাপিটালস (DC) শিবিরে। একদিনে দীর্ঘ চোট পর্বকে পিছনে ফেলে মাঠে ফিরছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। অধিনায়কের প্রত্যাবর্তনে খুশি সমর্থকেরা। অন্যদিকে ব্যক্তিগত কারণে ছিটকে যেতে হয়েছে হ্যারি ব্রুক’কে। ইংল্যান্ডের তরুণ তুর্কির অভাব মরসুম শুরুর আগেই অনুভব করছে দিল্লী শিবির।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে শক্তিশালী একাদশ’ই মাঠে নামাতে চাইবেন কোচ পন্টিং, ডায়রেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়রা। নীল-লাল জার্সিতে ওপেন করতে দেখা যাবে পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার’কে। এই আইপিএল বড় পরীক্ষা হতে চলেছে পৃথ্বীর (Prithvi Shaw) কাছে। তিনে থাকছে অস্ট্রেলীয় অলরাউন্ডার মিচেল মার্শ (Mitchell Marsh)। সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে রয়েছেন তিনি। ব্যাট ও বল-দুই বিভাগেই তাঁর থেকে ভালো পারফর্ম্যান্সের আশাত দিল্লী দল। চারে খেলবেন ঋষভ পন্থ। উইকেটরক্ষক-ব্যাটারের প্রত্যাবর্তনের প্রহর গুণছেন অনুরাগীরা। উদ্দীপনা রয়েছে তাঁর খেলা নিয়ে। পাঁচে দেখা যেতে পারে প্রোটিয়া তরুণ ট্রিস্টান স্টাবসকে। ‘ফিনিশার’ হিসেবে থাকছেন ললিত যাদব। মোহালির নতুন মাঠে স্পিনারদের কার্যকর হতে দেখা গিয়েছে। বড় ভূমিকা থাকবে অক্ষর প্যাটেল (Axar Patel) ও কুলদীপ যাদবের (Kuldeep Yadav)। দুই বিশেষজ্ঞ পেসার হিসেবে থাকতে পারেন অনরিখ নর্খিয়া ও ঈশান্ত শর্মা।
Read More: IPL 2024: প্রথম ট্রফির সন্ধানে পাঞ্জাব কিংস, মরসুম শুরুর আগেই প্রীতি জিন্টার দল ছেঁটে ফেললো এই তারকাকে !!
IPL ম্যাচের ক্রীড়াসূচি-
পাঞ্জাব কিংস (PBKS) বনাম দিল্লী ক্যাপিটালস (DC)
ম্যাচ নং– ০২
তারিখ– ২৩/০৩/২০২৪
ভেন্যু– মহারাজা যাদবিন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, মোহালি
সময়– দুপুর ৩:৩০ (ভারতীয় সময়)
MYSI Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

এতদিন মোহালির আই এস বিন্দ্রা স্টেডিয়ামে হোম ম্যাচ খেলে এসেছে পাঞ্জাব কিংস। কিন্তু ২০২৪ সালে ডেরা বদল করছে প্রীতি জিন্টার দল। ঘরের মাঠ হিসেবে তারা বেছে নিয়েছে ৩৮০০০ আসনবিশিষ্ট মহারাজা যাদবিন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামকে। এই প্রথম মোহালির এই মাঠে বসতে চলেছে আইপিএলের আসর। এর আগে এখানে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ খেলা হয়েছে। সেই ম্যাচগুলিতে পেসার ও স্পিনার-দুই ধরণের বোলাররাই সাফল্য পেয়েছেন এই মাঠের বাইশ গজ থেকে। তবে খেলা যত গড়িয়েছে ততই স্পিনারদের অধিকতর কার্যকরী হতে দেখা গিয়েছে।
মহারাজা যাদবিন্দ্র সিং ইন্টারন্যাশনার ক্রিকেট স্টেডিয়ামে এখনও অবধি আইপিএলের একটি ম্যাচও আয়োজিত হয় নি। তবে ঘরোয়া ক্রিকেটের ২৩টি টি-২০ ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে ১৫টি ম্যাচে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে। অন্যদিকে ৮টি ম্যাচে জয় এসেছে রান তাড়া করে। এই মাঠে এক ইনিংসে সর্বোচ্চ রান তোলার নজির রয়েছে জম্মু ও কাশ্মীরের। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ২০২২ সালে তারা তুলেছিলো ২৩২ রান। সর্ননিম্ন রানের নজির রয়েছে মেঘালয়ের। ২০২২-এ মাত্র ৫৩ রানের মধ্যে হরিয়ানার বিরুদ্ধে অল-আউট হয়েছিলো তারা। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর থাকে ১৪৮-এর আশেপাশে। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা কমে দাঁড়ায় ১১৬-তে। যেহেতু দিনের বেলার ম্যাচ, সেহেতু শিশির ম্যাচের ভাগ্য নির্ধারক হয়ে ওঠার সম্ভাবনা কম। টসজয়ী অধিনায়ক সম্ভবত প্রথমে ব্যাটিং-ই বেছে নেবেন।
Mohali Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

মোহালিতে মুখোমুখি পাঞ্জাব কিংস (PBKS) এবং দিল্লী ক্যাপিটালস (DC)। খেলার দিন অর্থাৎ শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩২ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। পাঞ্জাব কিংসের প্রথম হোম ম্যাচের আগে আশার আলো দেখিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর আকাশ আংশিক মেঘলা থাকলেও শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মোহালিতে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৩৭ শতাংশের কাছাকাছি। এছাড়াও শনিবার ২১ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা।
Live Streaming Details-
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের টিভিস্বত্ব ২৩৫৭৫ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে ডিজনি-স্টার সংস্থা। টেলিভিশনের পর্দায় আইপিএল দেখতে নজর রাখতে হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। আইপিএলের ডিজিটাল রাইটস ২০২৩-২০২৭ মরসুমের জন্য ২৩৭৫৮ কোটি টাকায় কিনে নিয়েছে ভায়াকম ১৮ সংস্থা। জিও সিনেমা অ্যাপে যে কোনো স্মার্টফোন, কম্পিউটার বা ট্যাবলেটের পর্দায় দেখা যাবে আইপিএল। এর জন্য কোনো অতিরিক্ত মূল্য দিতে হবে না ক্রিকেটপ্রেমীদের।
দিল্লী ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ-
ওপেনার- পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার ✈
মিডল অর্ডার- মিচেল মার্শ ✈, ঋষভ পন্থ, ট্রিস্টান স্টাবস ✈
ফিনিশার- ললিত যাদব
বোলার- অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অনরিখ নর্খিয়া ✈, ঈশান্ত শর্মা
উইকেটরক্ষক- ঋষভ পন্থ
PBKS-এর বিরুদ্ধে DC-র সম্ভাব্য একাদশ-
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার ✈, মিচেল মার্শ ✈, ঋষভ পন্থ, ট্রিস্টান স্টাবস ✈, ললিত যাদব, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অনরিখ নর্খিয়া ✈, ঈশান্ত শর্মা।
*✈- বিদেশী ক্রিকেটার
Also Read: IPL 2024: “এই মরশুমে ৬০০ রান করে বিশ্বকাপে…”, আইপিএলের নামার আগে বড় খোলসা করলেন নীতিশ রানা !!