ipl-2024-csk-vs-rr-match-61-report

IPL 2024: আইপিএলের (IPL) আসরে রানের ইমারত দেখাই যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে এই মরসুমে, কিন্তু তার মাঝেও এক জমজমাট লো স্কোরিং থ্রিলারের সাক্ষী থাকলো রবিবার দুপুরের চিপক স্টেডিয়াম। মুখোমুখি হয়েছিলো চেন্নাই সুপার কিংস (CSK) ও রাজস্থান রয়্যালস (RR)। দুই দলের কাছেই আজকের ম্যাচ ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুজরাত টাইটান্সের কাছে পরাজয়ের পর প্লে-অফের দৌড়ে খানিক পিছিয়ে পড়েছিলো চেন্নাই সুপার কিংস। আজ তাদের সামনে ছিলো ফের লড়াইতে ফেরত আসার সুযোগ। অন্যদিকে চমৎকার ছন্দে মরসুম শুরু করার পর আচমকা জোড়া হার বিধ্বস্ত করেছিলো। রাজস্থান চেয়েছিলো অ্যাওয়ে ম্যাচে ঘুরে দাঁড়াতে। কিন্তু বাইশ গজের দ্বৈরথে শেষ হাসি আজ চেন্নাইয়েরই।

টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন সঞ্জু স্যামসন। প্রশ্ন উঠতে পারে এই নির্ণয় নিয়ে। ব্যাট হাতে কঠিন পরিস্থিতিতে পড়তে হয় তাদের ব্যাটারদের। যশস্বী, জস বাটলার, সঞ্জু স্যামসন-রান পান নি কেউই। মিডল অর্ডারে একা কুম্ভ হয়ে লড়াই করতে দেখা গেলো রিয়ান পরাগকে। অসমের তরুণে’কে খানিক সঙ্গ দিলেন ধ্রুব জুড়েল। ৫ উইকেটের বিনিময়ে ১৪১ রানের বেশী এগোতে পারে নি রাজস্থান। রান তাড়া করতে নেমে একটা সময় পরপর উইকেট হারিয়ে চাপে পড়েছিলো চেন্নাই’ও। অধিনায়ক ঋতুরাজের অধ্যবসায়ে শেষমেশ ৫ উইকেটে জয় ছিনিয়ে নিলো তারা। আজ রাজস্থান হারায় শেষ চারের রাস্তা আরও কন্টকাকীর্ণ হয়ে পড়লো বেঙ্গালুরুর জন্য।

Read More: RCB vs DC, IPL 2024 MATCH 62 TOSS REPORT in BENGALI: টস জিতলো দিল্লি, প্লে-অফের দৌড়ে টিকে থাকতে RCB’দলে এন্ট্রি নিলেন এই ম্যাচ উইনার !!

চিপকে ব্যাটিং ভোগালো রাজস্থানকে-

Riyan Parag | IPL 2024 | Image: Getty Images
Riyan Parag | IPL 2024 | Image: Getty Images

গোটা মরসুম জুড়েই ধারাবাহিকতার অভাব চোখে পড়েছে রাজস্থান রয়্যালসের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও জস বাটলারের ব্যাটিং-এ। আজও দেখা গেলো সেই একই চিত্র। শুরু থেকেই সাবলীল ছিলেন না দুজনে। পাওয়ার-প্লে’র ফায়দা তুলতে ব্যর্থ হন তাঁরা। প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারালেও কেবল ৪২ রানই করে উঠতে পেরেছিলো রাজস্থান রয়্যালস। তুষার দেশপাণ্ডের পাশাপাশি স্পিনার মহেশ তীক্ষণার হাতে বল তুলে দিয়ে চমক দিয়েছিলেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। পাওয়ার-প্লে’তে যে চাপ সৃষ্টি হয়েছিলো তা উইকেট এনে দেয় সুপার কিংস শিবিরকে। পরপর দুই ওভারে জয়সওয়াল (২৪) ও বাটলারকে (১৭) আউট করেন সিমরণজিৎ সিং।

বল পড়ে খানিক থমকে ব্যাটে আসায় ব্যাটিং কঠিন হচ্ছিলো চেন্নাইয়ের মাঠে। ভরসা যোগাতে আজ ব্যর্থ হলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন’ও। কেরলের ক্রিকেটার চমৎকার ছন্দে রয়েছেই এই মরসুমে। কিন্তু আজ ১৯ বলে ১৫ করেই থামতে হলো তাঁকে। দ্বিতীয় স্পেলে ফিরে এসে তাঁকে সাজঘরে পাঠান সিমরণজিৎ সিং। আজ ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট নিলেন তিনি। ডুবতে থাকা রাজস্থান দলের তরী ভাসিয়ে রাখেন রিয়ান পরাগ। আরও একটা পরিণত ইনিংস খেললেন অসমের তরুণ। ৩৫ বলে ৪৭ করে অপরাজিত থাকেন তিনি। চোট সারিয়ে ফিরে ১৮ বলে ২৮ করেন ধ্রুব জুড়েল’ও। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ১৪১ রানে থামে রাজস্থান রয়্যালস।

ব্যর্থ বোলারদের লড়াই, জয়ী চেন্নাই-

Ruturaj Gaikwad | IPL 2024 | Image: Getty Images
Ruturaj Gaikwad | IPL 2024 | Image: Getty Images

অজিঙ্কা রাহানেকে অফ ফর্মের কারণে আজ দলের বাইরে রেখেছিলো চেন্নাই সুপার কিংস। ওপেনিং-এ ফিরেছিলেন নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র। কিউই তরুণ শুরুটা দ্রুত গতিতেই করেছিলেন আজ। পাওয়ার প্লে’তে দ্রুত গতিতে ছুটছিলো চেন্নাইয়ের স্কোরবোর্ড। কিন্তু রুখে দাঁড়ান রবিচন্দ্রণ অশ্বিন। তাঁর বলে কট অ্যাণ্ড বোল্ড হন রচিন। ১৮ বলে করেন ২৭ রান। চেন্নাই যখন প্রথম উইকেট হারায় তখন তাদের স্কোরবোর্ডে ৩২ রান। তিনে নেমে নিউজিল্যান্ডের আরেক অলরাউন্ডার ড্যারিল মিচেল’ও ইনিংসের শুরুটা করেছিলেন ঝড়ের গতিতে। কিন্তু ১৩ বলে ২২ রানের বেশী এগোতে পারেন নি তিনিও। মিচেলকে আউট করেন যুজবেন্দ্র চাহাল।

স্পিনাররা প্রথম দুই উইকেট তুলে নেওয়ার পর আসরে নামেন পেস বোলাররা। দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গারের বল আছড়ে পড়ে মঈন আলির প্যাডে। ১৩ বলে ১০ করে ফেরেন তিনি। রান পান নি শিবম দুবেও। দ্বিতীয় স্পেলে ফিরে তাঁকে ফেরান অশ্বিন। রাজস্থান বোলাররা চাপ সৃষ্টি করলেও হাতে যথেষ্ট পুঁজি ছিলো না তাদের। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ৪১ বলে ৪২* রানের ইনিংস অঘটন ঘটতে দেয় নি আজ। অযথা তাড়াহুড়ো না করে দলকে দুই পয়েন্ট এনে দিলেন তিনি। অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হলেন জাদেজা। সাতে নেমে সমীর রিজভি করেন ১৫*। ১০ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিলো চেন্নাই। পৌঁছালো ১৪ পয়েন্টে। শেষ চারের ছাড়পত্র আদায়ে এক পা এগোলো তারা।

Also Read: IPL 2024: আবারও ইডেন’কে ‘গুডবাই’ বললেন গম্ভীর, দিলেন KKR ত্যাগের ইঙ্গিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *