IPL 2024: আসন্ন আইপিএলে LSG-কে সাফল্য এনে দেবে স্বামী-স্ত্রী জুটি, ট্রফি জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা !! 1

IPL 2024: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এর আগে কোচ গৌতম গম্ভীর ও সহকারী কোচ বিজয় দাহিয়া দল ছেড়েছেন। প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক বিজয় দাহিয়া প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরের সাথে ২০২২ সালে দলের সূচনা থেকেই অ্যান্ডি ফ্লাওয়ারের নেতৃত্বে সহায়তা কর্মীদের একটি অবিচ্ছেদ্য অংশ ছিলেন। ২০২২ এবং ২০২৩ সালে LSG-এর প্লে-অফ যাওয়ার দৌড়ে গম্ভীর ও দাহিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই দু’জনের না থাকাটা দলের জন্য বড় ধাক্কা হলেও, তারা টিমে এমন একজনকে আনছে যার ক্যারিশমায় আসন্ন আইপিএলে বাজিমাত করতে পারে লখনউ দল। তিনি সরাসরি মাঠে না নামলেও, মাঠের বাইরে থেকে দলকে চাগাতে তৈরি। এর পাশাপাশি আগামীদিনে দলের মুখ হয়ে উঠতে চলেছেন তিনি।

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন আথিয়া শেঠি

IPL 2024: আসন্ন আইপিএলে LSG-কে সাফল্য এনে দেবে স্বামী-স্ত্রী জুটি, ট্রফি জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা !! 2

সূত্রের খবর, এবার লখনউ সুপার জায়েন্টস দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন আথিয়া শেঠি। কেএল রাহুল-পত্নী আথিয়াকে এই দায়িত্ব দিতে চলেছে লখনউ ম্যানেজমেন্ট। আসলে আথিয়া লখনইয়ের ম্যাচ থাকলেই গ্যালারিতে হাজির থাকতে দেখা যায় তাকে। স্বামী রাহুলকে সমর্থন করতেই তিনি মাঠে থাকেন। সেটাকে মাথায় রেখেই আথিয়াকে এই দায়িত্ব দিতে চলেছে তারা। তাই বলা যেতেই পারে, নয়া মরশুম শুরুর আগেই লখনউ শিবিরে দেখা যাবে স্বামী-স্ত্রীতে। আর এই জুটির ওপর ভর করেই প্রথমবারের জন্য আইপিএলের ট্রফি জিততে মরিয়া হবে লখনই।

এটা উল্লেখ্য যে, শেষ দুই মরশুমে প্লেঅফে জায়গা করে নিলেও কাপ জিততে ব্যর্থ হয়েছে লখনউ। এবার অবশ্য এই হার্ডেলটা ভাঙতে চাইছে তারা। তার জন্য এবার শক্তিশালী দলও গড়েছে তারা। শেষ চারে উঠেও খালি হাতে ফেরার কারণে গত দুবার হতাশ হতে হয়েছে দলকে। এবার অবশ্য ভুল শোধরাতে মরিয়া তারা। দলটির কোচের দায়িত্বে আছেন প্রাক্ত অজি তারকা জাস্টিন ল্যাঙ্গার। এর পাশাপাশি ইংলিশ পেসার মার্ক উডের বদলি হিসেবে সামার জোসেফকে তিন কোটি টাকাতে দলে নিয়েছে।

এক নজরে লখনউয়ের পুরো স্কোয়াড: 

কেএল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), দেবদত্ত পাডিক্কল, আয়ুষ বাদোনি, দীপক হুডা, কে গৌতম, ক্রুনাল পান্ডিয়া, কাইল মায়ার্স, মার্কাস স্টয়নিস, প্রেমাক মানকদ, যুধবীর সিং, সামার জোসেফ, মায়াঙ্ক যাদব, মহসিন খান, রবি বিষ্ণোনি, যশ ঠাকুর, অমিত মিশ্র, নবীন-উল-হক, শিবম মাভি, এম সিদ্ধার্থ, আরশিন কুলকার্নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *