জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) মঞ্চ। আইপিএল শুরু থেকেই দাপিয়ে ক্রিকেট খেলছে রাজস্থান, কলকাতা, হায়দ্রাবাদ দলগুলি। তবে প্রতিবারের মতন এবারেও প্রথম তিন ম্যাচে পরাজয় দিয়েই শুরু করলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। দিল্লির বিরুদ্ধে ওয়ানখেড়েতে প্রথম ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছে মুম্বই। তবে দলকে তাদের নিজেদের সমর্থকদের থেকে খেতে হয়েছে গালি।
আরও পড়ুন | IPL 2024: “ভাগ্য খারাপ হলে এমন হয়…”, তীরে এসে পাঞ্জাবের তরী ডোবায় আক্ষেপে ডুবলো নেটপাড়া !!
রোহিতের থেকে কেড়ে নেওয়া হয় অধিনায়কত্ব
মুম্বই ইন্ডিয়ান্সকে সবথেকে সফল দল বানানোর পিছনে মস্ত বড় ভূমিকা ছিল দলের ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma)। ২০১৩ সালে প্রথম বার মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হয়েছিলেন রোহিত এবং তার নেতৃত্বে ১০ বছরে ৫ বার আইপিএল ট্রফি জয় করে ফেলে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই দলের সফল অধিনায়ক রোহিত ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০১১ সাল থেকে খেলে আসছেন তবে, চলতি সিজিনের আগেই ফ্রাঞ্চাইজি দলের দায়িত্ব হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) উপরেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
এই সিদ্ধান্ত বিনা কোনো অভিযোগে মেনে নিয়েছিলেন রোহিত। তবে, হিটম্যান ভক্তরা রোহিতকে আবার দলের ক্যাপ্টেন হিসাবে দেখতে চান। আবার, অনেকেই এটা বিশ্বাস করছেন যে মুম্বই জার্সিতে শেষবারের মতন খেলতে চলেছেন রোহিত, আসন্ন বছর তিনি অন্য ফ্রাঞ্চাইজিতে যোগ দিতে পারেন। ২০২৫ আইপিএলের আগেই হতে চলেছে মেগা নিলাম আর এই মেগা নিলামের আগে রোহিতকে অন্য ফ্রাঞ্চাইজিতে দেখা যেতে পারে।
রোহিতের পাশে দাঁড়ালেন রায়ডু
রোহিতের এক সময়ের সতীর্থ অম্বতি রায়ডু (Ambati Rayudu) প্রাক্তন ক্যাপ্টেনকে নিয়ে বড় মন্তব্য করে দিলেন। রায়ডু মনে করেন রোহিত যদি মুম্বই ছেড়ে অন্য ফ্রাঞ্চাইজিতে যোগ দেন তাহলে তাকেই দলের ক্যাপ্টেন হিসাবে দেখা যাবে। রায়ডু আরও জানান, “সব আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো রোহিত শর্মাকে নিতে চায়। এমনকি ওনাকেই ক্যাপ্টেন হিসাবে দেখতে চান। তবে উনি কোন দলে খেলতে চান সেটি সম্পূর্ণ ওনার সিদ্ধান্ত। তবে আমি চাই উনি এমন একটি টিমে যাক সেখানে যেন এখানের (মুম্বই ইন্ডিয়ান্স) মতন আচরণ না করা হয়।”
রোহিতের আইপিএল ক্যারিয়ারের কথা বলতে গেলে, ২০০৮ সাল থেকেই অসাধারণ প্রদর্শন দেখিয়ে আসছেন রোহিত। ২৪৭ আইপিএল ম্যাচে রোহিত ২৯.৫৭ গড়ে ও ১৩০.৬৩ স্ট্রাইক রেটে ৬৩২৯ রান বানিয়েছেন। একমাত্র প্লেয়ার হিসাবে তিনি আইপিএলে শতরান সহ একটি হ্যাটট্রিক নিয়েছেন। শুধু তাই নয়, ২০০৯ সালে প্লেয়ার হিসাবে এবং ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে ক্যাপ্টেন হিসাবে আইপিএল ট্রফি জিতেছেন।