IPL 2024: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এর জন্য, বিসিসিআই আগামী মাসের ১৯ ডিসেম্বর মুম্বাইতে নিলামের তারিখ রেখেছে। বিসিসিআই ২৬ নভেম্বর সব ১২টি দলকে ধরে রাখা এবং ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার শেষ তারিখ হিসাবে দিয়েছিল। সব দলই তাদের ছেড়ে দেওয়া ও ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। দিল্লি ক্যাপিটালস দল তাদের ১১ জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে এবং আবার পৃথ্বী শকে ধরে রেখেছে। বিদেশিদের মধ্যে এই তালিকায় রাখা হয়েছে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, লুঙ্গি এনগিডি এবং এনরিক নরখিয়াকে। নিলামে আরও অনেক বিদেশি খেলোয়াড় কিনতে পারে দলটি। তবে এর মধ্যে এমন কিছু খেলোয়াড়কে ধরে রেখেছে দিল্লি দল যাদের না ধরে রাখতে পারতো। আসলে গত মরশুমে দিল্লি দলের ফ্লপ হওয়ার পিছনে এই সব প্লেয়ারের ভূমিকা রয়েছে। এবার দেখে নেওয়া যাক ৩ খেলোয়াড়কে যাদের ধরে রেখে ভুল করেছে দিল্লি ক্যাপিটালস।
পৃথ্বী শ
অনেকেই মনে করেছিলেন আইপিএল ২০২৪-এ পৃথ্বী শ’কে ছেড়ে দেবে দিল্লি ক্যাপিটালস। গত মরশুমে একেবারেই ছন্দে ছিলেন না দিল্লির এই ওপেনার। প্রায় প্রতিটা ম্যাচে দলের অন্য ওপেনার ডেভিড ওয়ার্নার রান পেলেও, ভালো কিছু করে দেখাতে ব্যর্থ হন পৃথ্বী। এর সঙ্গে তার চোট সমস্যা তো রয়েছেই। তাই সব মিলিয়ে এত প্রতিকূলতার মধ্যে এই ডান হাতি ব্যাটসম্যান দিল্লি দলে থাকবেন না বলেই মনে করা হয়। তবে সবাইকে চমকে দিয়ে পৃথ্বীকে রিটেন করে দিল্লি ম্যানেজমেন্ট। তবে তাকে রেখে দেওয়াটা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন রয়েছেই।
লুঙ্গি এনগিডি
এই তালিকায় আরও একটি বড় নাম লুঙ্গি এনগিডি। গতবার আইপিএলে অনেকেই মনে করেছিল দক্ষিণ আফ্রিকার তারকা পেসার লুঙ্গি এনগিডি দিল্লি ক্যাপিটালস দলের ম্যাচ উইনার হয়ে উঠে আসবেন। তবে আদতে তেমনটা হয়নি। দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলারটি দেশের জার্সি গায়ে যতটা ভয়ানক, দিল্লির হয়ে তিনি তেমনটা কিছু করতে পারেননি। তা সত্ত্বেও তাকে ছেড়ে দেওয়ার বদলে রেখে দিয়েছে দিল্লি ম্যানেজমেন্ট। সহজেই তারা তার জায়গায় অন্য কোন বিদেশি বোলার নিতে পারতো। তবে তারা সেটা না করে এনগিডিকে রেখে দিল দিল্লি যা হতে পারে তাদের জন্য বড় একটা ভুল
খলিল আহমেদ
দলের প্রধান পেসার হিসেবে খলিল আহমেদকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। প্রথমদিকে পেস বোলিংকে চালনা করার জন্য তাকে বাছা হয়। তবে বল হাতে ২০২৩ সালের আইপিএলে হতাশ করেছেন তিনি। ৫.২৫ কোটিতে গত মরশুমের নিলামে তাকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। তবে তাতে কাজের কাজ কিছু হয়নি। একের পর এক ম্যাচ হেরে লিগ তালিকার তলার দিকেই শেষ করে দিল্লি দল। তা দেখেও খলিল আহমেদকে দলে রেখে দিয়েছ দিল্লি দল। তাকে রেখে দেওয়াটা তবে ভুল হল দিল্লি ক্যাপিটালসের জন্য।