IPL 2024: হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে এই ৩ খেলোয়াড় হবেন গুজরাটের 'ট্রাম্প কার্ড', ম্যাচের মোড় ঘোরাবেন এক লহমায় !! 1

IPL 2024: আইপিএল ২০২৪ শুরু হতে এখনও তিন মাসেরও বেশি সময় বাকি। তার আগেও এই লিগ ঘিরে অনেক খবরে এসেছে। আসলে, হঠাৎ গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার খবর প্রকাশিত হয়েছে। গুজরাট দল গত দুই মরশুম ধরে আইপিএল খেলছে এবং গত দুই মরশুমে দলটি হার্দিকের অধিনায়কত্বে ফাইনালে উঠেছে। শুধু ফাইনালে ওঠাই নয়, ২০২২ সালে গুজরাট দল চ্যাম্পিয়ন হয়েছিল। এখন রিপোর্ট আসছে যে হার্দিক গুজরাট ছেড়ে যেতে প্রস্তুত এবং মুম্বাই ট্রেডিং উইন্ডোর মাধ্যমে তাকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে চায়। হার্দিককে ছেড়ে দিতে প্রস্তুত গুজরাটও। তবে মুম্বাইতে বর্তমানে অর্থের অভাব রয়েছে। ট্রান্সফার উইন্ডো ২৬ তারিখে বন্ধ হয়ে যাবে। তার আগেই টাকা দিতে হবে মুম্বইকে। চুক্তি প্রায় চূড়ান্ত। তবে একটা বড় প্রশ্ন অবশ্যই রয়েছে যাচ্ছে। সেটা হল, হার্দিক ছেড়ে চলে গেলে গুজরাটে কে হবে তাঁর বদলি। এই তালিকায় বেশ কিছু নাম উঠে এলেও, তিনজন খেলোয়াড়কে আলাদা করে টার্গেট করতে পারে গুজরাট যারা হার্দিকের অভাব ঢেকে দিতে পারেন।

রাচিন রবীন্দ্র

IPL 2024: হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে এই ৩ খেলোয়াড় হবেন গুজরাটের 'ট্রাম্প কার্ড', ম্যাচের মোড় ঘোরাবেন এক লহমায় !! 2
Rachin Ravindra

নিউজিল্যান্ডের মাত্র ২৩ বছর বয়সী এই খেলোয়াড় বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরমেন্সে সমস্ত ক্রিকেট ফ্যানদের খুশি করেছেন। রাচিন রবীন্দ্র তার প্রথম ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। তিনি মাত্র ১০ ম্যাচে ৬৪.২২ গড়ে এবং ১০৬.৪৪ স্ট্রাইক রেটে মোট ৫৭৮ রান করেছেন। এই সময়ে তিনি ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরিও করেছেন। রাচিন একজন অলরাউন্ডার যিনি ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংও করেন। রাচিন বিশ্বকাপে ৫.৯৮ ইকোনমি রেটে ৯ উইকেটও নিয়েছেন। ভারতীয় পিচ ও স্পিন বোলারদের বিরুদ্ধে খেলতে কোন সমস্যার সম্মুখীন হননি রাচিন। এমন একজন খেলোয়াড়ই হার্দিকের সেরা বদলি হয়ে উঠতে পারেন।

ক্রুনাল পান্ডিয়া

Krunal Pandya
Krunal Pandya

হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত মুম্বাইয়ে পাড়ি দিলে তার জায়গায় গুজরাট টাইটান্স নজর দিতে পারে তার ভাই ক্রুনাল পান্ডিয়ার দিকে। ক্রুনাল পান্ডিয়ার অভিজ্ঞতা রয়েছে আইপিএলের আঙিনায় ভালো কিছু করে দেখানোর এবং সেই বিচারে তাকে সেই জায়গা দেওয়া হতে পারে। আর তার ওপর চলতি মরশুমের আগে এটা এমনিতেই শোনা যাচ্ছে যে ২০২৪ সালের আইপিএলের লখনউয়ের জার্সি ছেড়ে মুম্বাইয়ের হয়ে খেলতে দেখা যাবে তাকে। এর পাশাপাশি লখনউয়ের হয়ে গত মরশুমে বেশ কিছু ম্যাচে অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও রয়েছে ক্রুনালের। সব মিলিয়ে তাই আসন্ন আইপিএলের হার্দিক পান্ডিয়ার অভাব মিটিয়ে দেবেন ভাই ক্রুনাল।

শার্দুল ঠাকুর

Shardul Thakur
Shardul Thakur

এই তালিকায় শার্দুল ঠাকুরের নাম দেখে অনেকেই চমকে যেতে পারেন। কারণ, অনেকেই মনে করতে পারেন হার্দিক ও শার্দুল সমমানের খেলোয়াড় নন। সেই সঙ্গে গত মরশুমের নিজের সেরা ছন্দেও ছিলেন না। তবে এটা ঠিক যে দু’জনেই দলে একই কাজ সেটা অবশ্য সবারই জানা। বল হাতে মিডিয়াম পেস বোলিং ও ব্যাট হাতে ঝটপট রান তোলা। এবারের আইপিএলের আগে শার্দুলকে ছেড়ে দিচ্ছে তার দল কলকাতা নাইট রাইডার্স। সেই জায়গা থেকে দেখলে গুজরাটের পক্ষে সহজই হবে শার্দুলকে দলে নেওয়া। ব্যাট চালিয়ে খেলার পাশাপাশি গুরুত্বপূর্ণ চার ওভার বল হাতে নিজের অবদান রাখতে পারবেন তিনি। সব মিলিয়ে আসন্ন আইপিএলে হার্দিকের বদলে শার্দুল হতে পারে আর্দশ খেলোয়াড়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *