বেশ জমে উঠেছে ২০২৩ সালের আইপিএল (IPL 2023)। এবছর দেখা যাচ্ছে একেরপর এক থ্রিল ম্যাচ। এবছর প্রথম থ্রিল ম্যাচ দেখা যায় যখন মুখোমুখি হতে দেখা যায় গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচটি রিঙ্কু সিংয়ের (Rinku Singh) শেষ ওভারে হাঁকানো ৫ ছক্কার জন্য বেশি জনপ্রিয়তা পেয়েছে। আইপিএল ইতিহাসে কোনোদিন শেষ ওভারে এত রান চেজ হয়নি। রিঙ্কু সিং সেটি করে দেখিয়েছেন তাও গুজরাতের মতন বড় মাঠে। এরপর থেকেই রিঙ্কুর খেলা ইনিংসের চর্চায় ক্রিকেট বিশ্ব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স তাদের পুরানো বছরের মতনই ছন্দেই খেলে আসছে এবং কলকাতার বিরুদ্ধে ম্যাচেও তারা অনেকটাই এগিয়ে ছিল। তবুও রিঙ্কুর কাছে হার মানতে হয় দলকে।
গুজরাতের বিরুদ্ধে অসাধারণ নক খেলেন রিঙ্কু

ওইদিন ম্যাচে শারীরিকভাবে সুস্থ না হওয়ার জন্য হার্দিক পান্ডিয়ার পরিবর্তে ওই ম্যাচে গুজরাতের হয়ে অধিনায়কত্ব করছেন রশিদ খান (Rashid Khan)। যেখানে প্রথম ব্যাটিং করতে এসে সাই সুদর্শন ৩৮ বলে ৩ টি চার ও ২ টি ছক্কা হাঁকিয়ে ৫৩ রান করেন ও ২৪ বলে ৬৩ রানের অসাধারণ ইনিংস খেলেন বিজয় শঙ্কর (Vijay Shankar)। ৪ উইকেটের বিনিময়ে ২০ ওভার শেষে ২০৪ রান করে গুজরাট দল। যেটি চেজ করতে এসে সমস্যার মুখে পড়ে কলকাতা দল। অধিনায়ক রানা (Nitish Rana) ও ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) কলকাতাকে খেলায় ফেরায়। আইয়ার ৪০ বলে ৮৩ রান করেন ও ২৯ বলে ৪৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান নীতিশ রানা। এমনকি ওই ম্যাচে রশিদ খান ম্যাজিকাল স্পেল করেন ও নেন এই আইপিএলের প্রথম হ্যাটট্রিক। কিন্তু শেষ ওভারে যখন প্রয়োজন ২৯ তখন নিজের আসল রূপ দেখান রিঙ্কু, প্রথম বলে উমেশ তাকে সিঙ্গেল দেন এবং তিনি শেষ ৫ বলে ৫ টি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের রাস্তা দেখালেন।
শারীরিক ভাবে অসুস্থ জশ দয়াল

রিঙ্কু ভালো খেললেও গতবছর ফর্ম দেখানো জশ দয়ালকে (Yash Dayal) আর দেখা যায়নি IPL-এর মঞ্চে। রিঙ্কু জশের বলেই হাঁকিয়েছিলেন এই ছক্কা গুলি। তবে জশকে আর দেখা যায়নি গুজরাতের জার্সিতে। এবার দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) জানালেন আসল কারণ। জশ কে নিয়ে মন্তব্য করে হার্দিক বলেছেন, “কলকাতা ম্যাচের পর ১০ দিন ধরে অসুস্থ দয়াল, তার অনেক ওজন কমেছে ৮-৯ কিলো মতন, ও অনেক কঠোর প্রচেষ্টা করছে, খুব জলদি সে ফিরে আসবে।” দয়ালের আইপিএল ক্যারিয়ারের কথা বলতে গেলে তিনি ১২ ম্যাচে ১০.২৯ ইকোনমিতে ৩৯১ রান করেছেন।