উমরান মালিক-
ভারতীয় ক্রিকেটে শোরগোল ফেলে দিয়েছেন জম্মু-কাশ্মীরের পেসার উমরান মালিক (Umran Malik)। গত আইপিএলে ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টার বেশী গতিতে নিয়মিত বোলিং করেছিলেন তিনি। ভারতে ক্রিকেটের নতুন হার্টথ্রব উমরানের প্রেমজীবন রয়েছে সংবাদমাধ্যমের ক্যামেরা থেকে বেশ খানিকটা দূরে। আদৌ তাঁর কোনো বান্ধবী রয়েছে কিনা তা খোলসা করেন নি তরুণ পেসার। তবে বলিউড অভিনেত্রী সারা আলি খান’কে (Sara Ali Khan) যে তাঁর বেশ পছন্দ তা জানিয়েছেন উমরান। এক সাক্ষাৎকারে উমরান বলেন, “সারা আলি খান’কে দেখতে খুবই সুন্দর। সারা আমায় বিয়ে করলে আমার কোনো আপত্তি নেই।”