হেনরিক ক্লাসেন-
দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার হেনরিক ক্লাসেন’কে (Heinrich Klassen) দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাঁর অর্ধাঙ্গিনীর নাম শোন মার্টিন (Shone Martin)। ২০১৫ সালের ৯ নভেম্বর বিবাহবন্ধনে বাঁধা পড়েন হেনরিক ও শোন। পেশাগত জগতে একজন রেডিওগ্রাফার হিসেবে কাজ করেন হেনরিক ক্লাসেনের স্ত্রী। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবং তাঁর স্ত্রী দু’জনেই কুকুর ভালোবাসেন। নিজেদের ‘ডগ পেরেন্ট’ বলে পরিচয় দেন তাঁরা।