IPL SRH GF

টি.নটরাজন-

T. Natarajan and wife | IPL | image: twitter

পেসার টি.নটরাজনও (T.Natarajan) জীবনসাথী হিসেবে বেছে নিয়েছেন তাঁর ছেলেবেলার বন্ধুকে। নটরাজন ও তাঁর স্ত্রী পবিত্র (Pavithra Natarajan) তামিলনাড়ুর সালেমে একই বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। কঙ্গু ইঞ্জিনিয়ারিং কলেন থেকে নিজের উচ্চশিক্ষার ডিগ্রী নিয়েছেন পবিত্র। ২০১৮ সালের ৪ জুন তাঁরা পরিবার-পরিজনদের উপস্থিতিতে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহবন্ধনে বাঁধা পড়েন। আইপিএলে নটরাজনকে সমর্থন জানাতে প্রায়ই গ্যালারিতে দেখা যায় পবিত্র’কে। ২০২০ সালে হংসিকা নামে এক কন্যাসন্তানের জন্ম দেন পবিত্র।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *