হ্যারি ব্রুক-

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় প্রতিভা বলা হচ্ছে হ্যারি ব্রুককে (Harry Brook)। নিজের স্বল্পদিনের ক্রিকেট কেরিয়ারেই ঝড় তুলেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে বর্তমানে তাঁর টেস্ট ব্যাটিং গড় ১০০.৮৭। তাঁকে ১৩.২৫ কোটি টাকায় দলে নিয়েছে সানরাইজার্স। বিবাহিত না হলেও প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। তাঁর বান্ধবীর নাম লুসি লাইলস (Lucie Lyles)। ২০২০ সাল থেকে সম্পর্কে রয়েছে তাঁরা।