গ্লেন ফিলিপস-

নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপসও (Glenn Phillips) রয়েছে সানরাইজার্স (SRH) দলে। ২০২২ সালে তিনিও দীর্ঘদিনের বান্ধবী কেট ভিক্টোরিয়ার সাথে বাগদান সেরেছেন। মাউন্ট কুক ন্যাশনাল পার্কের হুকার ভ্যালি অঞ্চলে বরফ ঢাকা পাহাড়’কে সাক্ষী রেখে বাগদান সারেন দু’জনে। সুখবরটি নিজেই নিজের ইন্সটাগ্রাম পেজে ভক্তদের সাথে শেয়ার করে নেন ফিলিপস। পোস্টের ক্যাপশনে লেখেন, “শি সেড ইয়েস।’