IPL SRH GF

ভুবনেশ্বর কুমার-

Bhuvneshwar Kumar and Wife | IPL | image: twitter

ছেলেবেলার বন্ধু নুপূর নাগর’কে জীবনসাথী হিসেবে বেছে নিয়েছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। প্রথম যখন নুপুরের সাথে আলাপ হয় ভুবনেশ্বরের তখন দু’জনের বয়স ছিলো যথাক্রমে ১১ এবং ১৩। এরপর বন্ধু, প্রণয় এবং পরিণয়। পেশাগত জগতে নুপূর (Nuper Nagar) একজন ইঞ্জিনিয়ার। নয়ডার এক বহুজাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়াকে এড়িয়েই চলেন তিনি।

দীর্ঘ প্রেমজীবন কাটানোর পর ২০১৭ সালে নুপূর ও ভুবনেশ্বর সাত পাকে বাঁধা পড়েন। ২০২১ সালের ২৩ নভেম্বর তাঁদের আক্ষা নামে এক কন্যাসন্তানের জন্ম হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *