মায়াঙ্ক আগরওয়াল-

এই মরসুমে ৮.২৫ কোটি টাকার বিনিময়ে মায়াঙ্ক আগরওয়ালকে (Mayank Agarwal) দলে নিয়েছে সানরাইজার্স দল। মায়াঙ্কের স্ত্রীয়ের নাম আশিতা সুদ (Aashita Sood)। দীর্ঘ প্রেমজীবনের পর ২০১৭ সালের ডিসেম্বর মাসে বাগদান সারেন তাঁরা। এরপর ২০১৮ সালের জুন মাসে সাত পাকে বাঁধা পড়েন মায়াঙ্ক এবং আশিতা।
এক সাক্ষাৎকারে মায়াঙ্ক জানিয়েছিলেন যে লন্ডনের বিখ্যাত লন্ডন আই’তে তিনি আশিতাকে বিবাহপ্রস্তাব দিয়েছিলেন। অবসর সময়ে রান্না করতে ভালোবাসেন আশিতা। বেঙ্গালুরু নিবাসী আশিতার আইনের ডিগ্রী রয়েছে।