IPL 2023: 'মিনি' নিলামের আগেই দল গুছিয়ে নিল প্রতিটা টিম, দেখে নিন কোন খেলোয়াড় কোন দলে থাকল, কাকে ছেড়ে দিল ফ্রাঞ্চাইজি !! 1

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)

SRH vs RCB

সানরাইজার্স হায়দ্রাবাদ দল গতবার আইপিএলে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। ডেভিড ওয়ার্নারের বিদায়ের পর দলের দায়িত্ব নিচ্ছেন কেন উইলিয়ামসন। কেন উইলিয়ামসনও দলকে খুব একটা সাফল্য এনে দিতে পারেননি এবং আসন্ন মরশুম শুরু হওয়ার আগে কেনকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। কিউয়ি তারকা ছাড়াও নিকোলাস পুরানসহ আরও কয়েকজনকে বাইরের পথ দেখানো হয়েছে।

ছেড়ে দেওয়া খেলোয়াড়: কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান, জগদীশ সুচিথ, প্রিয়ম গর্গ, রবিকুমার সমর্থ, রোমারিও শেফার্ড, সৌরভ দুবে, শন অ্যাবট, শশাঙ্ক সিং, শ্রেয়াস গোপাল, সুশান্ত মিশ্র, বিষ্ণু বিনোদ

ট্রান্সফার উইন্ডো – কাউকে নেয়নি
নিলামের জন্য হাতে আছে – ৪২.২৫ কোটি টাকা
বিদেশী খেলোয়াড়দের জন্য স্লট –

বর্তমান স্কোয়াড: আব্দুল সামাদ, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর, ফজলহক ফারুকি, কার্তিক ত্যাগী, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *