IPL 2023: 'মিনি' নিলামের আগেই দল গুছিয়ে নিল প্রতিটা টিম, দেখে নিন কোন খেলোয়াড় কোন দলে থাকল, কাকে ছেড়ে দিল ফ্রাঞ্চাইজি !! 1

লখনউ সুপার জায়ান্টস (LSG)

IPL 2023: 'মিনি' নিলামের আগেই দল গুছিয়ে নিল প্রতিটা টিম, দেখে নিন কোন খেলোয়াড় কোন দলে থাকল, কাকে ছেড়ে দিল ফ্রাঞ্চাইজি !! 2

লখনউ সুপার জায়ান্টসও তাদের অভিষেক মরশুমে ভালো করেছে। ফাইনালে যেতে না পারলেও, শেষ চারে জায়গা করে নিয়েছিল তারা। কেএল রাহুলের অধিনায়কত্বে তারা এবার আরও ভালো কিছু করে দেখাতে চাইবে। এবার অবশ্য দল থেকে বাদ পড়েছেন মনীশ পান্ডে, অঙ্কিত রাজপুত ও অ্যান্ড্রু টাই।

ছেড়ে দেওয়া খেলোয়াড়: অ্যান্ড্রু টাই, অঙ্কিত রাজপুত, দুষ্মন্ত চামেরা, এভিন লুইস, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, শাহবাজ নাদিম

ট্রান্সফার উইন্ডো – কাউকে নেয়নি
নিলামের জন্য হাতে আছে – ২৩.৩৫ কোটি টাকা
বিদেশী খেলোয়াড়দের জন্য স্লট –

বর্তমান স্কোয়াড: কেএল রাহুল (অধিনায়ক), আয়ুষ বাদোনি, করণ শর্মা, মনন ভোহরা, কুইন্টন ডি কক, মার্কাস স্টয়নিস, কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুডা, কাইল মায়ার্স, ক্রুনাল পান্ডিয়া, আভেশ খান, মহসিন খান, মার্ক উড, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *