IPL 2023: 'মিনি' নিলামের আগেই দল গুছিয়ে নিল প্রতিটা টিম, দেখে নিন কোন খেলোয়াড় কোন দলে থাকল, কাকে ছেড়ে দিল ফ্রাঞ্চাইজি !! 1

রাজস্থান রয়্যালস (RR)

IPL 2023: 'মিনি' নিলামের আগেই দল গুছিয়ে নিল প্রতিটা টিম, দেখে নিন কোন খেলোয়াড় কোন দলে থাকল, কাকে ছেড়ে দিল ফ্রাঞ্চাইজি !! 2

গতবার আইপিএলের ফাইনালে উঠলেও রাজস্থান রয়্যালসও অনেক খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার মেজাজে দেখা গিয়েছে। ড্যারিল মিচেল, রাসি ভ্যান ডের ডুসেন এবং জেমস নিশামকে দল ছেড়ে দিয়েছে প্রথমবারের আইপিএল চ্যাম্পিয়নরা। ট্রপি জেতার জন্য নতুন করে দল সাজাতে চাইছে তারা। মিনি নিলামে তাই তারা ভালো ভালো খেলোয়াড়দের টার্গেট করবে।

ছেড়ে দেওয়া খেলোয়াড়: অনুনয় সিং, করবিন বোশ, ড্যারিল মিচেল, জেমস নিশাম, করুণ নায়ার, নাথান কুল্টার-নাইল, রাসি ভ্যান ডের ডুসেন, শুভম গাড়ওয়াল, তেজস বারোকা

ট্রান্সফার উইন্ডো – কাউকে নেয়নি
নিলামের জন্য হাতে আছে – ১৩.২ কোটি টাকা
বিদেশী খেলোয়াড়দের জন্য স্লট –

বর্তমান স্কোয়াড: সঞ্জু স্যামসন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাডিকল, জস বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রাণদেশ কৃষ্ণ, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাককয়, নবদীপ সাইনি, কুলদীপ সেন, কুলদীপ যাদব, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, কেসি কারিয়াপ্পা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *