IPL 2023: 'মিনি' নিলামের আগেই দল গুছিয়ে নিল প্রতিটা টিম, দেখে নিন কোন খেলোয়াড় কোন দলে থাকল, কাকে ছেড়ে দিল ফ্রাঞ্চাইজি !! 1

গুজরাট টাইটান্স (GT)

IPL 2023: 'মিনি' নিলামের আগেই দল গুছিয়ে নিল প্রতিটা টিম, দেখে নিন কোন খেলোয়াড় কোন দলে থাকল, কাকে ছেড়ে দিল ফ্রাঞ্চাইজি !! 2

হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে গুজরাট তার প্রথম মরশুমেই ইতিহাস তৈরি করেছে। অভিষেক মরশুমে ট্রফি জিতে নেয় এই নতুন দলটি। গুজরাট রশিদ খান, হার্দিক পান্ডিয়া এবং ডেভিড মিলারের মতো খেলোয়াড়দের ধরে রেখেছে, অন্যদিকে জেসন রয়, বরুণ অ্যারন, রহমানুল্লাহ গুরবাজ লকি ফার্গুসনকে দল থেকে ছেড়ে দিয়েছে।

ছেড়ে দেওয়া খেলোয়াড়: রহমানুল্লাহ গুরবাজ, লকি ফার্গুসন, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, জেসন রয়, বরুণ অ্যারন

ট্রান্সফার উইন্ডো – কাউকে নেয়নি
নিলামের জন্য হাতে আছে – ১৯.২৫ কোটি টাকা
বিদেশী খেলোয়াড়দের জন্য স্লট –

বর্তমান স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, ডেভিড মিলার, অভিনব মনোহর, সাই সুদর্শন, ঋদ্ধিমান সাহা, ম্যাথিউ ওয়েড, রশিদ খান, রাহুল তেওয়াতিয়া, বিজয় শঙ্কর, মহম্মদ শামি, আলজারি জোসেফ, যশ দয়াল, প্রদীপ সাঙ্গোয়ান, দর্শন নালাকান্দে, জয়ন্ত যাদব, আর সাই কিশোর, নূর আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *