IPL 2023: 'মিনি' নিলামের আগেই দল গুছিয়ে নিল প্রতিটা টিম, দেখে নিন কোন খেলোয়াড় কোন দলে থাকল, কাকে ছেড়ে দিল ফ্রাঞ্চাইজি !! 1

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)

IPL 2023: 'মিনি' নিলামের আগেই দল গুছিয়ে নিল প্রতিটা টিম, দেখে নিন কোন খেলোয়াড় কোন দলে থাকল, কাকে ছেড়ে দিল ফ্রাঞ্চাইজি !! 2

ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আসন্ন মরশুমে ফের ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। মিনি নিলামে ভালো খেলোয়াড় তুলে নিয়ে আবারও ফ্র্যাঞ্চাইজির ফোকাস থাকবে শক্তিশালী দল গড়ার দিকে। ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জশ হ্যাজেলউড, ফিন অ্যালেন এবং ডেভিড উইলিকে আরসিবি ধরে রেখেছে। জেসন বেহরেনডর্ফ, রাদারফোর্ডের মতো খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে।

ছেড়ে দেওয়া খেলোয়াড়: জেসন বেহরেনডর্ফ, অনিশ্বর গৌতম, চামা মিলিন্দ, লাভনিথ সিসোদিয়া, শেরফেন রাদারফোর্ড

ট্রান্সফার উইন্ডো – কাউকে নেয়নি
নিলামের জন্য হাতে আছে – ৮.৭৫ কোটি টাকা
বিদেশী খেলোয়াড়দের জন্য স্লট –

বর্তমান স্কোয়াড: ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলি, সুয়শ প্রভুদেসাই, রজত পতিদার, দিনেশ কার্তিক, অনুজ রাওয়াত, ফিন অ্যালেন, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহবাজ আহমেদ, হর্ষাল প্যাটেল, ডেভিড উইলি, কর্ন শর্মা, মহিপাল লোমর, মহম্মদ সিরাজ , জোশ হ্যাজলউড, সিদ্ধার্থ কৌল, আকাশদীপ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *