কলকাতা নাইট রাইডার্স (KKR)
দু’বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স গতবার চূড়ান্ত ফ্লপ করে। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে তালিকার শেষ দিকে শেষ করে তারা। এবার অবশ্য ট্রফি জয়কেই পাখির চোখ করে গুজরাট থেকে লকি ফার্গুসনকে লেনদেন করে দলে জায়গা করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই দলে এবার শার্দুল ঠাকুর ও রহমানুল্লাহ গুরবাজকেও রাখা হয়েছে।
ছেড়ে দেওয়া খেলোয়াড়: প্যাট কামিন্স, স্যাম বিলিংস, আমান খান, শিবম মাভি, মোহাম্মদ নবি, চমিকা করুনারত্নে, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, অভিজিৎ তোমর, আজিঙ্কা রাহানে, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, রমেশ কুমার, রাশিখ সালাম, শেলডন জ্যাকসন
ট্রান্সফার উইন্ডো- শার্দুল ঠাকুর, রহমানুল্লাহ গুরবাজ, লকি ফার্গুসন
নিলামের জন্য হাতে আছে – ৭.০৫ কোটি টাকা
বিদেশী খেলোয়াড়দের জন্য স্লট – ৩
বর্তমান স্কোয়াড: শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকুল রায়, রিংকু সিং