IPL 2023: 'মিনি' নিলামের আগেই দল গুছিয়ে নিল প্রতিটা টিম, দেখে নিন কোন খেলোয়াড় কোন দলে থাকল, কাকে ছেড়ে দিল ফ্রাঞ্চাইজি !! 1

পাঞ্জাব কিংস (PBKS)

IPL 2023: 'মিনি' নিলামের আগেই দল গুছিয়ে নিল প্রতিটা টিম, দেখে নিন কোন খেলোয়াড় কোন দলে থাকল, কাকে ছেড়ে দিল ফ্রাঞ্চাইজি !! 2

আসন্ন মরশুমে নতুন পরিবর্তন নিয়ে আসতে চলেছে পাঞ্জাব কিংস। এবার তারা কাপ জিততে মরিয়া হয়ে উঠেছে শিখর ধাওয়ানকে দলের নতুন অধিনায়ক নিযুক্ত করেছে তারা। মায়াঙ্ক আগরওয়ালকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় তাকেও ছেড়ে দেওয়া হয়েছে।

ছেড়ে দেওয়া খেলোয়াড়: মায়াঙ্ক আগরওয়াল, ওডিয়ন স্মিথ, বৈভব অরোরা, বেনি হাওয়েল, ইশান পোরেল, অংশ প্যাটেল, প্রেমাক মানকদ, সন্দীপ শর্মা, হৃতিক চ্যাটার্জি

ট্রান্সফার উইন্ডো – কাউকে নেয়নি
নিলামের জন্য হাতে আছে – ৩২.২ কোটি টাকা
বিদেশী খেলোয়াড়দের জন্য স্লট – ৩

বর্তমান স্কোয়াড: শিখর ধাওয়ান, শাহরুখ খান, জনি বেয়ারস্টো, প্রভসিমরান সিং, ভানুকা রাজাপাকসে, জিতেশ শর্মা, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ব তাইদে, আরশদীপ সিং, বালতেজ সিং, নাথান এলিস, কাগিসো রাবাদা, রাহুল চাহার, হরপ্রীত ব্রার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *