জমে উঠেছে আইপিএলের ১৬ তম সিজিন (IPL 2023) । একের পর এক অসাধারণ ম্যাচের সাক্ষী থাকছে ক্রিকেট বিশ্ব। প্রতিটি দল তাদের খাতা খুলে ফেলেছে এবং সবথেকে বড় কথাটা হচ্ছে, এই আইপিএলে প্রতিটি দল প্রতিটি দলকে বেশ টক্কর দিচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যে প্রকাশ করেছে প্লে অফসের সূচি। যদিও এতদিন কেবলমাত্র প্রকাশিত হয়েছিল গ্রুপ পর্বের সূচি। এ বার প্রতিযোগিতার তিনটি প্লে-অফ ও ফাইনালের সূচি জানিয়ে দিল বিসিসিআই (BCCI)। কবে, কোথায় খেলা হবে তা জানিয়ে দেওয়া হয়েছে।
২১ মে শেষ হবে আইপিএলের গ্রুপ পর্বের খেলা। তার পরে ১ দিন রেস্ট দিয়েই ২৩ মে থেকে শুরু হয়ে যাবে হবে প্লে-অফের খেলা। ২৩ মে প্রথম কোয়ালিফায়ার। ২৪ মে দ্বিতীয় কোয়ালিফায়ার। ২৬ মে হবে এলিমিনেটর। ২৮ মে আইপিএলের ফাইনাল। গত বছর আইপিএলে প্লে-অফের দু’টি খেলা হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। রাজস্থান ও গুজরাট প্রথম কোয়ালিফারায় খেলেছিল এবং এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স দল ও লখনৌ দল মুখোমুখি হয়েছিল। পাশাপশি শেষ দুই ম্যাচ অর্থাৎ দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল খেলা হয়েছিল গুজরাতের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
এই আইকনিক ভেন্যুতে খেলা হবে ফাইনাল

কিন্তু এ বার আর প্লে-অফের কোনও খেলা ইডেনে হবে না। এ বার প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। অবশ্য এলিমিনেটর ও ফাইনাল সেই আমদাবাদেই হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট সেজন্যই মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে এই মাঠেই। এবছর প্রতিটি দল তাদের ঘরে এবং বিপক্ষ দলের মাঠে খেলেছে। প্রায় ৪ বছর পর এই সুযোগ এসেছে দল গুলির কাছে। করোনা অতিমারিতে দলগুলোকে নানা বিধিনিষেধের পালন করতে হয়েছিল।