IPL 2023: "ও শুরু করেছিল..." বিরাটের সঙ্গে ঝামেলা প্রসঙ্গে মুখ খুললেন বিতর্কিত আফগান পেসার নবীন উল হক !! 1

কেটে গেলে প্রায় ৩ সপ্তাহ, সমাপ্ত হয়েছে বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় লীগ আইপিএল (IPL 2023)। তবে, এবছর আইপিএলে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা লাইমলাইটে এসেছে। মূলত প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এই আইপিএলে বেশ দুরন্ত ছন্দে ব্যাটিং করেছেন। তবে,  ১ মে আইপিএল ২০২৩-এ লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচে কোহলি আফগান পেসার নবীন উল হকের (Naveen Ul Haq) সাথে তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়েন। এমনকি লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) সেই বিতর্কে ঝাঁপিয়ে পড়েন। আইপিএলের ১৬ তম আসরে সব থেকে বিতর্কিত ছিল এই বিষয়টি। আইপিএল শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত এই বিতর্ক থামেনি। এবার বিরাটকে নিয়ে নবীন একটি বড় মন্তব্য দিয়েছেন।

Read More: WTC Final: ফাইনালের আগেই বড় ঘোষণা দিলেন রোহিত শর্মা, ODI বিশ্বকাপ খেলেই নেবেন অবসর !!

বিরাট শুরু করেছিল লড়াই

Virat Kohli and Naveen Ul haq, ipl 2023
Virat Kohli and Naveen Ul Haq | Image: Getty Images

আসলে, গৌতম গম্ভীর বনাম বিরাট কোহলির লড়াই প্রায় চলতে থাকে। তবে, ওদিন প্রথমে মাঠের মধ্যেই লড়াই শুরু হয়েছিল নবীন ও কোহলির মধ্যে। নবীন এবিষয়ে বলতে গিয়ে বলেছেন যে, ম্যাচ চলাকালীন ও পরে তার এইসব কথা বলা উচিত হয়নি বিরাটের এবং লড়াই তিনি আগে শুরু করেননি, বরং বিরাট নাকি তাকে উসকিয়ে ছিল। এমনকি ম্যাচের পর হ্যান্ডশেক করার সময়ও লড়াই চালিয়ে যান বিরাট। এবিষয়ে মন্তব্য করে নবীন বলেন, “ওদিন বিরাট প্রথমেই ঝগড়া শুরু করেন। তিনি হ্যান্ডশেকের সময়েও লড়াই চালিয়ে যান। কারা হানাহানি শুরু করেছে সেটা জরিমানা দেখলে বোঝা যাবে।

বিরাটকে দোষী বানালেন নবীন

Ganbhir, kohli and Naveen ul haq, ipl 2023
Gautam Ganbhir, Virat Kohli and Naveen Ul Haq | Image: Twitter

ওদিন ম্যাচের পর নবীনের কাছ থেকে তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল, এবং কোহলির থেকে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছিল। নবীন আরো বললেন, সাধারণত তিনি কাউকে স্লেজিং করেন না। তিনি মন্তব্য করে বললেন যে, “আমি একটা কথাই শুধু বলতে চাই যে সাধারণত আমি কাউকে স্লেজ করি না এবং আমি যদিও বোলিং করি তখনই ব্যাটসম্যানদেরকে তেমন কিছুই বলি না, তবে আমি ওই ম্যাচে কিছুই বলিনি। একটা শব্দও না।” আসলে মোহাম্মদ সিরাজ ডেথ ওভারে বোলিং করতে আসলে শুরু হয় বচসা। বিরাট কোহলির সাথে আফগানিস্তানের ফাস্ট বোলার নবীন উল হক, অমিত মিশ্রর (Amit Mishra) তুমুল ঝগড়া হয়েছিল। এরপর লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর সেই বিতর্কে ঝাঁপিয়ে পড়েন। আর ম্যাচ শেষে তাদের নিয়ে চর্চা শুরু হয় যা এখন ও অব্যহত।

Read Also: টেস্ট ফাইনাল খেলেই ক্রিকেট থেকে দুরে যাচ্ছেন বিরাট কোহলি, বনে-জঙ্গলে করবেন বসবাস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *