IPL 2023: দিল্লির হারের সাথে সাথে কপাল পুড়ল কেকেআরের, প্লেঅফের আশায় ঢাললো জল !! 1

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬ তম আসর এখন শেষ চারের দিকে এগোচ্ছে। শনিবার (১৩ মে) পর্যন্ত আইপিএল ২০২৩-এ ৫৯টি ম্যাচ খেলা হয়েছে এবং দশটি দল অন্তত ১১টি ম্যাচ খেলেছে। এখন গ্রুপ পর্বের মাত্র ১১টি ম্যাচ বাকি, এমন পরিস্থিতিতে প্লে-অফের লড়াই টার্নিং পয়েন্টে পৌঁছেছে। দিল্লি ক্যাপিটালসই একমাত্র দল যারা প্লে অফের রেস থেকে বাদ পড়েছে। তবে নিজেদের হারের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সকে একপ্রকার ছিটকে দিয়েছে।

শনিবার, দিল্লি ক্যাপিটালসকে পাঞ্জাব কিংসের কাছে ৩১ রানে পরাজয় বরণ করতে হয়েছে যা চলতি মরশুমে তাদের অষ্টম পরাজয়। যদি দেখা যায়, এখনও পর্যন্ত প্রথম দিকের দুটি দল ছাড়া প্লে অফে জায়গা নিশ্চিত করতে পারেনি। চলুন দেখে নেওয়া যাক এই ৮ টি দলের প্লে-অফের সমীকরণ।

ভালো জায়গায় গুজরাট ও চেন্নাই

IPL 2023

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের পারফরমেন্স দুর্দান্ত এবং তারা প্লে অফে উঠার কাছাকাছি। মুম্বাইয়ের বিপক্ষে তাদের শেষ ম্যাচে পরাজয় সত্ত্বেও, হার্দিক পান্ডিয়ার দল ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। প্লে অফে জায়গা নিশ্চিত করতে গুজরাটের দরকার মাত্র একটি জয়। গুজরাটকে সানরাইজার্স হায়দ্রাবাদ (১৫ মে) এবং আরসিবির (২১ মে) বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে।

একই কথা বলা যায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। যা পরিস্থিতি তাতে শেষ দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচে জিতলেই প্লেঅফে জায়গা করে নেবে মহেন্দ্র সিং ধোনির দল। সিএসকের বাকি দুটি ম্যাচে কলকাতা ও দিল্লির বিরুদ্ধে। আর এই মুহুর্তে তারা যে ফর্মে রয়েছে তাতে এই দুটি দলের মধ্যে কাউকে অবশ্যই হারিয়ে নিজেদের জায়গা পাকা করে নেবে।

দিল্লির হারে বিদায় নিশ্চিত কলকাতার

IPL 2023: দিল্লির হারের সাথে সাথে কপাল পুড়ল কেকেআরের, প্লেঅফের আশায় ঢাললো জল !! 2

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অবস্থা বেশ করুণ। এই মরশুমে এখনও পর্যন্ত খেলা ১২টি ম্যাচের মধ্যে ৭টি হেরেছে কেকেআর। অর্থাৎ কলকাতা, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রবিবাসরীয় ম্যাচে হেরে গেলে আনুষ্ঠানিকভাবে এবারের টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে দলটি। সেক্ষেত্রে শেষ ম্যাচের জন্য আর অপেক্ষা করে থাকতে হবে না। উল্লেখ্য, কলকাতা লখনউয়ের বিরুদ্ধে ঘরের মাঠ ইডেনে লিগের শেষ ম্যাচে মাঠে নামবে।

এখনও পর্যন্ত কলকাতা নাইটরাইডার্স ১২টি ম্যাচ খেলেছে। তার মধ্যে মাত্র ৫টি ম্যাচ জিতে ৭টি ম্যাচে হারের মুখ দেখেছে তারা। তাদের ঝুলিতে রয়েছে মোট ১০ পয়েন্ট। কেকেআর যদি বাকি ম্যাচগুলিতে জয়ও পায় তাহলে সব মিলিয়ে তাদের পয়েন্ট হবে ১৪। এই মুহুর্তে তালিকার চতুর্থ নম্বরে থাকা লখনউ সুপার জায়ান্টসের ১৩ পয়েন্ট রয়েছে। তারা একটি ম্যাচ জিতলেই ১৫ পয়েন্ট হয়ে যাবে। তাই তাদের টপকে শেষ চারে শেষ করা মোটেও সম্ভব নয় কলকাতার জন্য। সব মিলিয়ে তাই বলা যেতেই পারে যে, এবারের টুর্নামেন্ট থেকে শাহরুখ খানের দলের বিদায়ঘন্টা বেজে গিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *