IPL 2023: হুড়মুড়িয়ে ভেঙে পড়লো লখনৌ স্টাডিয়াম, চাপা পরেছে মানুষ চলছে উদ্ধারকার্য !! 1

সমাপ্ত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2023) যেখানে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়নশিপের ভাগ গ্রহণ করলে চেন্নাই সুপার কিংস (CSK)। দীর্ঘ আড়াই মাসের এই টুর্নামেন্ট মানুষজনের মনে বেশি উত্তেজনা তৈরি করেছিল এবং আইপিএল কে ঘিরে তৈরি হয়েছিল উন্মাদনা। আইপিএলেম গতবছর নতুন দল হিসেবে সুযোগ পেয়েছিল লখনৌ সুপার জায়ান্টস (LSG)। তবে, গতবছর করোনা অতিমারিতে আইপিএল টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল মুম্বইয়ের স্টেডিয়ামে। তবে, এবার সবকিছু স্বাভাবিক হলে এবছর ঘরের মাঠেই প্রতিটি দল তাদের মাচগুলি খেলেছে। ঠিক তেমনই লখনৌ দলটি তাদের ঘরের মাঠ অর্থাৎ একানা স্টেডিয়ামে খেলেছিল তাদের আইপিএলের ১৪ টি ম্যাচ। তবে, এবার স্টেডিয়াম থেকেই উঠে আসলো এক ভয়াবহ খবর।

এলিমিনেটরে ছিটকে যায় LSG

Lsg, ipl 2023
LSG | Image: Getty Images

এবছর আইপিএলে তাদের অভিযানের কথা বলতে গেলে, প্রথম থেকেই বেশ ভালোভাবে খেলতে দেখা যায় দলকে। তবে, খেলার মাঝপথে ক্যাপ্টেন কে এল রাহুল (KL Rahul) আহত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান এবং ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) দলকে নেতৃত্ব দেন। এমনকি দল পৌঁছে যায় প্লে অফের জন্য। ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করে। অন্যদিকে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছানোর ম্যাচ অর্থাৎ এলিমিনেটরে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় দলকে। পরস্পর দুই সিজিনে প্লে অফে কোয়ালিফাই করেছিল লখনৌ কিন্তু এলিমিনেটরের বেশি পৌঁছাতে পারেনি এবং আবাদ একবার পরাজয়ের মুখোমুখি হতে হলো।

ভেঙে পড়লো LSG’র স্টেডিয়াম

Ekana, ipl 2023
Ekana Stadium

উত্তরপ্রদেশের রাজধানী থেকে বেরিয়ে আসছে দুঃসংবাদ। তীব্র বাতাসে একানা স্টেডিয়ামের বোর্ড ভেঙে পড়ে। সূত্রের খবর অনুযায়ী, বহু মানুষ এর নিচে চাপা পড়ে সাহায্যের আবেদন জানাচ্ছেন। এদিকে বোর্ড সরাতে ক্রেনের সাহায্য নেওয়া হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, বোর্ডের নিচে একটি গাড়ি আটকে আছে। দুর্ঘটনার পরপরই সেখানে পৌঁছেছে পুলিশ। নিচে দুই থেকে তিনজন চাপা পড়েছেন বলে জানা গিয়েছে। ক্রেনের সাহায্য নেওয়া হচ্ছে এগুলো স্বাভাবিক করতে।এমনকি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে একটি গাড়িও। পাশাপাশি, ত্রাণ ও উদ্ধার কাজ চলছে।

গতকাল সন্ধ্যায় প্রবল ঝড়ের কারণে ইকানা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কমপ্লেক্সে স্থাপিত ১০০০ টন ওজনের ইউনিপোলটি শহীদ পথ এবং ইকানা স্টেডিয়ামের মধ্যবর্তী সার্ভিস লেনে পড়ে যায়। এর মাঝেই একটি গাড়ির কবলে পড়ে, যাতে চাপা পড়ে তিনজন যাত্রীর মধ্যে দুজন মারা যায়। চালক গুরুতর আহত হন। জেলা প্রশাসন মৃতদের প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে। পুলিশ ও উদ্ধারকারী ত্রাণ দল জেসিবির সাহায্যে লোহার কাঠামো সরিয়ে গাড়িতে আটকে পড়া লোকজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *