IPL 2023: ৩ জন দুর্দান্ত ভারতীয় খেলোয়াড় যারা বর্তমানে কমেন্ট্রিতেও সাফল্য অর্জন করেছে !! 1

সুরেশ রায়না

Suresh Raina

ভারতীয় ক্রিকেটের পাশাপাশি বিশ্ব ক্রিকেটের বিধংসী মিডলে অর্ডার ব্যাটসম্যান হিসাবে জনপ্রিয় হলেন সুরেশ রায়না (Suresh Raina)। নিজের ক্রিকেট কেরিয়ারে ব্যাট হাথে যেমন ভারতীয় দলকে ভাউ ম্যাচ জিতিয়েছেন ঠিক তেমনি বল হাতেও সমানভাবে সফলতা অর্জন করেছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান আইপিএল এর ইতিহাসে এতটাই সফলতা অর্জন করেছেন যার জন্য তাকে “Mr ipl” নামেও ডাকা হয়ে থাকে। ২০২০সালে এম এস ধোনি অবসর গ্রহণ করার কিছুক্ষন পরেই তিনিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করে ফেলেছিলেন। এই বছরের আইপিএল এ তাকে কোনো দল না নেয়াতে তিনি এই বছর আইপিএল এর মঞ্চে ধারাভাষ্যকর হিসাবে পুনরায় আবির্ভুত হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *