IPL 2022 Retentions and updates For RR: এই দুর্দান্ত ক্রিকেটারকে বাদ দিতে বাধ্য হচ্ছে রাজস্থান রয়্যালস, শিরোপা জয়ের লক্ষ্যে এই চার দুর্দান্ত ক্রিকেটারকে ধরে রাখবে !! 1

চেতন সাকারিয়া

Rajasthan Royals vs Punjab Kings - IPL 2021 - Chetan Sakariya overcame personal tragedy to make it to the IPL

গত আইপিএলে অভিষেকে চমকে দিয়েছেন বাঁ হাতি পেসার চেতন সাকারিয়া। যার জেরে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন। আর এর জেরে আশা করা হচ্ছে, এই তরুণ পেসারকে ধরে রাখবে রাজস্থান রয়্যালস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *