IPL 2022 Retentions and updates For RR: এই দুর্দান্ত ক্রিকেটারকে বাদ দিতে বাধ্য হচ্ছে রাজস্থান রয়্যালস, শিরোপা জয়ের লক্ষ্যে এই চার দুর্দান্ত ক্রিকেটারকে ধরে রাখবে !!
গত আইপিএলে অভিষেকে চমকে দিয়েছেন বাঁ হাতি পেসার চেতন সাকারিয়া। যার জেরে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন। আর এর জেরে আশা করা হচ্ছে, এই তরুণ পেসারকে ধরে রাখবে রাজস্থান রয়্যালস।