৫. জয়দেব উনাদকাট
চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের খারাপ পারফর্মেন্সের পিছনে বড় হাত এই জয়দেব উনাদকাটের (Jaydev Unadkat)। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিশ্চিত জেতা ম্যাচটাকে হাতছাড়া করানো, প্রচুর ব্যয়বহুল বোলিং – সব মিলিয়ে মুম্বইয়ের ভিলেন হয়ে উঠেছেন উনাদকাট।