জনি ব্রেস্টও (SRH)
ইংলিশ তারকা উইকেটকিপার ব্যাটসম্যান জনি ব্রেস্টও আগামী আইপিএল নিলামে উঠেছেন তার গতবারের দল সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে ছেড়ে নিমালে তুলেছে। বিধংসী এই বাৎস্যায়ন হায়দ্রাবাদ দলের প্রথম আইপিএল ট্রফি জেতার অন্যতম কারিগর। তাই মনে করা হচ্ছে হায়দ্রাবাদ দল তাকে আবার নিলাম থেকে নিজেদের দলে ফেরত নিতে পারে।