রবি বিষ্ণই (PBKS)
ডানহাতি তরুণ ভারতীয় স্পিনার রবি বিষ্ণই গত বছর আইপিএল এ পাঞ্জাব কিংসের হয়ে অসাধারণ বোলিং পারফর্মেন্স করে দেখিয়েছিলেন। কিন্তু পাঞ্জাব কিংস তাকে এই বছর নিলামে ছেড়ে দেবার পরেও আবার তাকে দলে ফেরত নিতে চাইবে কারণ তাদের দলে এই মুহূর্তে ভালো কোনো স্পিনার তারা ধরে রাখতে পারেনি।