প্যাট কাম্মিনস (KKR)
বর্তমান অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক প্যাট কাম্মিনস গতবছর আইপিএল এর প্রথম ভাগে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে অসাধারণ বোলিং পারফর্মেন্স করে দেখিয়েছেন। যেহেতু তিনি গত বছর আইপিএল এর দ্বিতীয়ভাগে খেলেননি তাই কলকাতা দল তাকে নিলামে ছেড়ে দিয়েছে, কিন্তু এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের শ্রেষ্ট পেস বোলারকে আবার নিজেদের দলে পেতে মরিয়া চেষ্টা চালাবে কলকাতা নাইট রাইডার্স এটাই মনে করা যাচ্ছে।