রাশিদ খান(সানরাইজার্স হায়দ্রাবাদ):
বিশ্ব বিখ্যাত লেগ স্পিনার রাশিদ খান তার বোলিং জাদুতে গোটা ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন। রাশিদ খান সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে পারফর্ম করে থাকেন। আফগানিস্তান এই স্পিনার গত বছর দুবাইয়ের মাটিতে অসাধারণ পারফর্মেন্স করেছিলেন এবং এই বছরেও তার পারফর্মেন্স অসাধারণ রয়েছে। তাই তাকেও MVP ক্রিকেটার হিসাবে মনে করা যাচ্ছে।