আন্দ্রে রাসেল(কলকাতা নাইট রাইডার্স):
ওয়েস্ট ইন্ডিয়ান বিধংসী ব্যাটসম্যান হিসাবে বিশ্ব ক্রিকেটে পরিচিত আন্দ্রে রাসেল। ব্যাটিং এর পাশাপাশি বল হাতেও তিনি যথেষ্ট দক্ষ। ডানহাতি এই অলরাউন্ডার এই বছর আইপিএল এ এখনো অব্দি ১৬৩রান করেছেন, এর পাশাপাশি তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ এ তার ব্যাটিং এর বিধংসী রূপ দেখিয়েছেন। তাই আশা করা যাচ্ছে রাসেল তার এই পারফর্মেন্স দুবাই এর মাটিতেও করে দেখাতে পারবেন। তাই তাকেও MVP খেলোয়াড় হিসাবে মনে করা হচ্ছে।