ভবিষ্যতে টিম ইন্ডিয়ার কাণ্ডারিদের খুঁজে বের করা এবং পাইপলাইন মজবুত করার লক্ষ্যেই মূলত শুরু আইপিএলের। তবে বর্তমানে এসবের পাশাপাশি অর্থ উপার্জনেরও বড় খাত হিসেবে কাজ করছে আইপিএল। দেশি বিদেশি ক্রিকেটারদের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগকে কাজে লাগিয়ে এখান থেকেই পরিপক্ক হয়ে উঠেন তরুণ ক্রিকেটাররা।
আগামী আসরে আইপিএলের আট দলের মধ্যে সবচেয়ে তরুণ ক্রিকেটার রয়েছেন কারা সেটা এবার দেখে নেওয়া যাক
৮। রতুরাজ গৈকদ (চেন্নাই সুপার কিংস)
জন্ম- ৩১/০১/১৯৯৭
বয়স- ২১
মহারাস্ট্রের হয়ে রঞ্জি ট্রফিতে খেলা রতুরাজকে ২০১৯ আইপিএলের জন্য চেন্নাই সুপার কিংস তাঁদের দলে ভিড়িয়েছে ২১ বছর বয়সী এই ক্রিকেটারকে। আগামী আসরে চেন্নাইর হয়ে মাঠে নামা সবচেয়ে তরুণ ক্রিকেটার হলেন এই ব্যাটসম্যান।
৭। কমলেশ নাগরকোটি (কলকাতা নাইট রাইডার্স)
জন্ম- ২৮/১২/১৯৯৯
বয়স- ১৯
কলকাতা নাইট রাইডার্সের পেস বোলিং বিভাগে অন্যতম শক্তির যোগান দাতা ১৯ বছর বয়সী নাগরকোটি গত আসরে ইনজুরির জন্য ছিলেন মাঠের বাইরে। তবে আগামী আসরে শাহরুখ খানের দলকে পুরোদমে সার্ভিস দিতে পারবেন বলে আশা করা যাচ্ছে।
৬। সন্দীপ ল্যামিচানে (দিল্লি ক্যাপিটালস)
জন্ম- ০২/০৮/২০০০
বয়স– ১৮
২০১৯ আসরে দিল্লির সবচেয়ে তরুণ ক্রিকেটার হলেন নেপালের সন্দীপ ল্যামিচানে। পাশপাশি দিল্লির স্কোয়াডে রয়েছেন পৃথ্বী শ, মানজত কালরা, ঋষভ পন্থের মত তরুণরাও।
৫। অভিষেক শর্মা (সানরাইজার্স হায়দ্রাবাদ)
জন্ম- ০৪/০৯/২০০০
বয়স- ১৮
অরেঞ্জ আর্মির হয়ে রশিদ খান, খলিল আহমেদের মত তরুণদের সাথে মাঠ মাতাতে দেখা যাবে ১৮ বছর বয়সী অভিষেক শর্মাকে। ২০১৮ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের জার্সি গায়ে স্পিন ভেল্কি দেখানো অভিষেক ব্যাট হাতেও লম্বা শট খেলার সামর্থ্য রাখেন।
৪। মুজিব উর রহমান (কিংস ইলেভেন পাঞ্জাব)
জন্ম- ২৮/০৩/২০০১
বয়স- ১৭
মাত্র ১৬ বছর বয়সে পাঞ্জাবের স্কোয়াডে যোগ দেয়া আফগান তরুণ স্পিনার মুজিব উর রহমান এখনও দলটির সবচেয়ে তরুণ ক্রিকেটার হয়েই আছেন। অন্যদিকে শুধু পাঞ্জাবের হয়েই নয় পুরো আট দলের মধ্যেই সবচেয়ে তরুণ ক্রিকেটার হিসেবে ছিলেন ২০১৮ আসরে।
৩। রশিখ সালাম দার (মুম্বাই ইন্ডিয়ান্স)
জন্ম- ৫/০৪/২০০১
বয়স- ১৭
২০১৯ আসরে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সে সবচেয়ে তরুণ ক্রিকেটার হলেন রশিখ সালাম দার। মাত্র ১৭ বছর বয়সেই ঘরোয়া ক্রিকেটে কাশ্মীরের হয়ে ব্যাপক পরিচিতি লাভ করেছেন তিনি।
২। রিয়ান পরাগ (রাজস্থান রয়্যালস)
জন্ম- ১০/১১/২০০১
বয়স- ১৭
২০১৮ অনুর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জয়ী স্কোয়াডে থাকা পরাগ ঘরোয়া ক্রিকেটে আসামের হয়ে অংশ নেন। আগামী আসরে রাজস্থান রয়্যালসের স্কোয়াডে সবচেয়ে তরুণ ক্রিকেটার হলেন এই বোলিং অলরাউন্ডার।
১। প্রয়াস রায় বর্মন ( রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু)
জন্ম- ২৫/১০/২০০২
বয়স- ১৬
মাত্র ১৬ বছর বয়সী প্রয়াস বর্মনকে ১.৫ কোটি রুপির বিনিময়ে দলে ভেড়ায় বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বিজয় হাজারি ট্রফিতে বেঙ্গলের স্কোয়াডে থাকা প্রয়াসকে বলা হচ্ছে স্পিন যাদুকর অনিল কুম্বলের উত্তরসূরি।