পাকিস্তান ক্রিকেটের অচলাবস্থা চলছেই। বিশ্বকাপে তারা আদৌ খেলবে কিনা সেই বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা পাওয়া যায় নি। গত ৩ অগস্ট একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করেছিলো পাক ক্রিকেট বোর্ড (PCB)। ক্রিকেটজগতের কর্তারা সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। এখনও সেই বৈঠকের সিদ্ধান্ত সামনে আনা হয় নি। তবে শোনা যাচ্ছে আইসিসি’র কাছে পাক ক্রিকেটারদের সুরক্ষার নিশ্চয়তার ব্যাপারে লিখিত নথি চেয়েছে পিসিবি। বিশ্বকাপ নিয়ে ডামাডোলের মাঝেই রয়েছে এশিয়া কাপ আয়োজনের ব্যস্ততা। দীর্ঘ সময় পর কোনো বহুদলীয় টুর্নামেন্টের সহ-আয়োজক হয়েছে পাকিস্তান। জাকা আসরাফের নেতৃত্বাধীন বোর্ড সসম্মানে এই পরীক্ষায় পাস করতে মরিয়া।
এশিয়া কাপ, বিশ্বকাপ নিয়ে নানাবিধ ডামাডোলের মাঝেই পাক সিনিয়র ক্রিকেট দলের নির্বাচক কমিটি বেছে নেওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। কমিটিতে কারা থাকবেন, কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন (Grant Bradburn) এবং ডায়রেক্টর মিকি আর্থার’কে (Mickey Arthur) আদৌ নির্বাচক কমিটিতে রেখে দেওয়া হবে নাকি তাঁদের সরিয়ে দেওয়া হবে সেই প্রশ্নেই উত্তপ্ত হতে পারে পিসিবির অন্দরমহল। গোটা বিষয়টিতে মতামত জানাতে বলা হয়েছে দলের অধিনায়ক বাবর আজমকেও (Babar Azam)। শোনা যাচ্ছে আগামী সপ্তাহে আরও একটি হাইপ্রোফাইল বৈঠক আয়োজন করতে চলেছে পাক ক্রিকেট বোর্ড। সেখানেই নির্বাচকমন্ডলী সংক্রান্ত যাবতীয় ধোঁয়াশা কাটতে পারে। এখনও অবধি পিসিবির অন্দরে যা খবর তাতে মুখ্য নির্বাচক পদে ইনজামাম-উল-হকের (Inzamam-ul-Haq) প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত।
Read More: WC 2023: বিশ্বকাপের জন্য দল ফাইনাল হলো পাকিস্তানের, এই ম্যাচ উইনারকে রাখলো বাইরে !!
ফিরছেন ইনজামাম, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই-

২০১৬ থেকে ২০১৯ সাল অবধি পাক পুরুষ সিনিয়র দলের নির্বাচক প্রধান ছিলেন ইনজামাম-উল-হক (Inzaman-ul-Haq)। শোনা যাচ্ছে ফের একবার এই পদে বসতে চলেছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তিন সদস্যের টেকনিক্যাল কমিটির বৈঠকে ইতিমধ্যেই নয়া নির্বাচক কমিটি গড়া নিয়ে আলোচনা হয়েছে। এই টেকনিক্যাল কমিটিতে ছিলেন ইনজামাম নিজে। সাথে ছিলেন মিসবাহ-উল-হক (Misbah-ul-Haq) এবং মহম্মদ হাফিজ (Mohammad Hafeez)। দিন কয়েক আগে হাফিজের নামও সম্ভাব্য মুখ্য নির্বাচক হিসেবে শোনা যাচ্ছিলো, কিন্তু শেষমেশ শিকে ছিঁড়তে চলেছে ইনজামামের ভাগ্যেই।
মিকি আর্থার (Mickey Arthur) এবং গ্রান্ট ব্র্যাডবার্ন (Grant Bradburn) আদৌ নির্বাচন বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করতে পারবেন কিনা সেই বিষয়ে রয়েছে সন্দেহ। ভারতীয় সংবাদসংস্থা পিটিআই’কে পিসিবির এক সূত্র জানিয়েছে, “ক্রিকেট টেকনিক্যাল কমিটির সদস্য ইনজামাম, মহম্মদ হাফিজ এবং মিসবাহ-উল-হক এখনও নতুন নির্বাচকমন্ডলী গঠন নিয়ে আলোচনা চালাচ্ছেন। আর্থার এবং ব্র্যাডবার্নকে রাখা হবে কিনা তা এখনও ঠিক হয় নি। অধিনায়ক বাবর আজমের মতামত নেওয়ার পর কমিটি বোর্ড চেয়ারম্যানকে নিজেদের সিদ্ধান্ত জানাবে।”
বর্তমানে কাউন্টি দল ডার্বিশায়ারের দায়িত্বে রয়েছেন আর্থার (Mickey Arthur)। পাক ক্রিকেট দলের সাথে চুক্তিবদ্ধ হওয়ার সময়েই পাক বোর্ড জানিয়েছিলো দল নির্বাচন সংক্রান্ত ক্ষমতা থাকবে আর্থার এবং ব্র্যাডবার্নের হাতে। এখন আচমকাই সেই সিদ্ধান্ত থেকে পিসিবি সরে এলে ফের একবার টানাপোড়েন শুরু হতে পারে পাক ক্রিকেটের অন্দরে। ইংল্যান্ড থেকে সরাসরি পাকিস্তানে আসার কথা আর্থার এবং ব্র্যাডবার্নের। এশিয়া কাপের (Asia Cup 2023) আগেই দলের সাথে যোগ দেবেন তাঁরা। ভারতে যদি পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসে তাহলে দলের দায়িত্বে থাকবে আর্থার-ব্র্যাডবার্ন জুটিই। বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরেও বাবর আজমদের সঙ্গে যাওয়ার কথা তাঁদের।