গত দেড়-দুই বছর ধরেই ডামাডোল অব্যাহত পাকিস্তান ক্রিকেটের অন্দরে। রামিজ রাজা’কে সরিয়ে পিসিবি’র চেয়ারম্যান পদে বসানো হয়েছিলো নাজম শেঠি’কে। বেশীদিন পদে স্থায়ী হন নি তিনি। দায়িত্ব পান জাকা আশরাফ (Zaka Ashraf)। তিনি পদে থাকা অবস্থাতেই এশিয়া কাপ, বিশ্বকাপের মত হাইভোল্টেজ টুর্নামেন্টে অংশ নেয় পাকিস্তান দল। চেয়ারম্যান বদলালেও পারফর্ম্যান্সের কোনো উন্নতি হয় নি বাবর আজম, শাহীন আফ্রিদিদের। এশিয়া কাপে (Asia Cup 2023) শেষ চারের লড়াইতে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে খেতাব জয়ের স্বপ্ন চুরমার হয় তাদের। ভারতের মাটিতে বিশ্বকাপেও (ICC World Cup 2023) বিশেষ উল্লেখযোগ্য পারফর্ম্যান্স করতে পারে নি তারা। দশ দলের টুর্নামেন্টে পঞ্চম স্থানে শেষ করে পাকিস্তান। বিদায় নিতে হয় গ্রুপ পর্ব থেকেই।
বিশ্বকাপের পর ২০২৩-এর নভেম্বর-ডিসেম্বর মাসেই বোর্ড ও দলের গঠনতন্ত্রে সম্পূর্ণ পরিবর্তনের ভাবনা নিয়েছিলো পিসিবি। কোচের পদে আনা হয় মহম্মদ হাফিজকে (Mohammad Hafeez)। বোলিং পরামর্শদাতা হিসেবে যোগ দেন সঈদ আজমল ও উমর গুল। প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম-উল-হক (Inzamam-ul-Haq) সরে যাওয়ার পর মুখ্য নির্বাচক পদটি শূন্য ছিলো। সেই দায়িত্ব দেওয়া হয় ওয়াহাব রিয়াজ’কে। হাতবদল হয় অধিনায়কত্বের ব্যাটন’ও। তিন ফর্ম্যাটেই নেতৃত্ব থেকে সরে যান বাবর আজম। টেস্টে অধিনায়ক করা হয় শান মাসুদকে (Shan Masood)। টি-২০ নেতৃত্ব পান শাহীন শাহ আফ্রিদি। ওডিআই নেতা কে হবেন তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয় নি। নতুন বছরেও যে রদবদলের পালা সাঙ্গ হয় নি, তা বোঝা গেলো শুক্রবার। লাহোরে ম্যানেজিং কমিটির বৈঠক শেষে আচমকাই ইস্তফা দিয়ে বসেন খোদ বোর্ড প্রধান জাকা আশরাফ’ই (Zaka Ashraf)।
Read More: “এটা একটা উৎসব…” রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যার পরিবেশ দেখে আপ্লুত মিথালী রাজ !!
ইস্তফা জাকা আশরাফের, ক্ষোভ প্রকাশ করলেন ইনজামাম-
গত বছরের জুলাই মাসে যখন জাকা আশরাফ’কে (Zaka Ashraf) দায়িত্ব দেওয়া হয়েছিলো, তখন তাঁর কার্যকাল স্থির করা হয়েছিলো তিন মাস। সেই সময়কালের মধ্যে পিসিবির নির্বাচন আয়োজন করার কথা ছিলো জাকা আশরাফের। এশিয়া কাপ, বিশ্বকাপের মত টুর্নামেন্টের প্রস্তুতির কারণে সেই নির্বাচন আর আয়োজন করা যায় নি। নভেম্বরে জাকা আশরাফের (Zaka Ashraf) দায়িত্বের মেয়াদ বাড়ানো হয় আরও তিন মাস। সেই হিসেবে ফেব্রুয়ারিতে মেয়াদ ফুরানোর কথা ছিলো তাঁর। আর যে তাঁর দায়িত্বের মেয়াদ বাড়ানো হবে না তা সম্ভবত আঁচ করতে পেরেছিলেন জাকা আশরাফ। তাই মেয়াদ ফুরানোর একমাস আগেই সরে গেলেন পদ থেকে। পদত্যাগ করার পরেই অবশ্য তিনি জড়িয়েছেন বিতর্কে। তাঁর দিকে সরাসরি আঙুল তুলেছেন প্রাক্তন অধিনায়ক ও জাতীয় নির্বাচক ইনজামাম-উল-হক। বিশ্বকাপ ব্যর্থতার দায় জাকা’র ঘাড়েই চাপিয়েছেন তিনি।
একটি পাকিস্তানী সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জাকা’র (Zaka Ashraf) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ইনজামাম। দল বাছাই নিয়ে জাকা আশরাফের সাথে দ্বন্দ্বে জড়িয়েছিলেন ইনজামাম (Inzamam-ul-Haq)। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আপনি ভাবতে পারেন বিশ্বকাপের মত একটা টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড়দের মানসিক অবস্থাটা কি হয়েছিলো, তখন তাঁরা শুনেছিলেন যে স্বয়ং পিসিবি চেয়ারম্যান জানাচ্ছেন যে দলবাছাইতে বোর্ডের কোনো ভূমিকা ছিলো না। কেবল মুখ্য নির্বাচক ও অধিনায়ক ক্রিকেটারদের বেছে নিয়েছেন।” স্বার্থের সংঘাতের অভিযোগ তুলে ইনজামামের বিরুদ্ধে তদন্ত কমিটি অবধি তৈরি করেছিলেন জাকা আশরাফ। সেই তদন্ত কমিটির কোনো রিপোর্ট দিনের আলোর মুখ দেখে নি বলেই মন্তব্য ইনজামামের। ক্ষমতার দড়ি টানাটানি আদতে ক্রিকেট দলের মানসিকতায় আঘাত করেছে বলেই মনে করছেন তিনি।
দলকে আত্মবিশ্বাস যোগাতে ব্যর্থ জাকা, বলছেন ইনজামাম-
মুখ্য নির্বাচক পদ থেকে ইস্তফা দিতে হয়েছিলো ইনজামাম উল হক’কে (Inzamam-ul-Haq)। তা নিয়েও যে প্রাক্তন পাক অধিনায়ক ক্ষোভ পুষে রেখেছেন সাক্ষাৎকার থেকেই নিশ্চিত হলো সেটা। ইনজামাম বলেন, “শুধু ভাবুন একবার ক্রিকেটারদের মনের মধ্যে কি চলছিলো যখন তাঁরা শুনেছিলেন যে মুখ্য নির্বাচকের বিরুদ্ধে তদন্ত কমিটি তৈরি হয়েছে এবং তিনি ইস্তফা দিয়েছেন। এমনটা কোথায় হয়? আমি এখনও অপেক্ষা করছি সেই তদন্ত কমিটির রিপোর্টের, যেটা তৈরি করা হয়েছিলো আমি মুখ্য নির্বাচক স্বার্থের সংঘাতে জড়িয়েছি কিনা তা নির্ধারণ করার জন্য।” বোর্ডের অন্দরে অচলাবস্থা সৃষ্টি নয়, বরং বিশ্বকাপ চলাকালীন দলকে আত্মবিশ্বাস যোগানো উচিৎ ছিলো জাকা আশরাফের। সেই কাজে সদ্য প্রাক্তন পাক বোর্ড চেয়ারম্যান যে একেবারেই ব্যর্থ, তা পরিষ্কার করে দিয়েছেন ইনজামাম।
বোর্ডের অন্দরে ও দলের মধ্যে যে রদবদল করা হয়েছে তা আদতে মাঠের পারফর্ম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মত ইনজামামের (Inzamam-ul-Haq)। সাক্ষাৎকারে তিনি খোলাখুলিই জানিয়েছেন যে “এই পরিবর্তগুলো দলের খেলায় প্রভাব ফেলেছিলো। ভেবে দেখুন যদি বাবর আজমের মত বিশ্বমানের পারফর্মার যদি এতে বিচলিত হয়ে পড়েন, তাহলে বাকিদের কি অবস্থা হয়েছিলো। দল বিশ্বকাপ চলাকালীন সমস্যার সাথে লড়াই করছিলো। ওদের উপর সম্পূর্ণ আস্থা রাখা প্রয়োজন ছিলো, কিন্তু সেটা দেখা যায় নি।” বিশ্বকাপের পরেও একের পর এক সিরিজে হেরে চলেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে, নিউজিল্যান্ডে টি-২০ সিরিজ হেরেছে ৪-১ ফলে। তা সত্ত্বেও ইনজামামের মন্তব্য, “দলে কোনো সমস্যা নেই। ওদের কেবল আত্মবিশ্বাসী হওয়া প্রয়োজন।”
Also Read: পাকিস্তান ক্রিকেটের অচলাবস্থা অব্যাহত, মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই সরলেন জাকা আশরাফ !!