টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই বড় চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় নেই। আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথ ভাবে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই মেগা ইভেন্ট। তবে, বিশ্বকাপের আগে চিন্তার ভাঁজ অস্ট্রেলিয়া ম্যানেজমেন্টের উপর। আবার একবার আইসিসি ইভেন্টের আগে গুরুতর চোট পেলেন অস্ট্রেলিয়ার তারকা ৩ ক্রিকেটার। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেও ভাঙাচোরা দল নিয়েই মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। আসন্ন বিশ্বকাপের মঞ্চে দেখতে পাওয়া যাবে না মিচেল স্টার্ককে (Mitchell Starc)। তিনি টেস্ট ও ওডিআই ফরম্যাটের জন্য ফিট থাকার জন্য টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেছেন। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে বোলিং পারফরম্যান্স করা স্টার্ককে মিস করতে চলেছে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের আগে দুশ্চিন্তা অস্ট্রেলিয়া শিবির

সূত্রের খবর, প্যাট কামিন্স, জশ হেজলউড ও টিম ডেভিড – এই তিন তারকাই বর্তমানে চোটে ভুগছেন। সামনেই বিশ্বকাপ তাই দলের চিন্তা বেড়েই গিয়েছে। আইসিসি-র নিয়ম অনুযায়ী প্রাথমিক দল ঘোষণার সময় এসেছে, তবুও তাঁদের বাদ দিতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। বরং ঝুঁকি নিয়েই স্কোয়াডে রাখার ভাবনা চালাচ্ছে তাঁরা। বিশেষ করে তারকা পেসার জশ হেজলউডের চোট সবচেয়ে বেশি উদ্বেগের কারণ। দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন তিনি। অ্যাশেজ সিরিজে একটি ম্যাচেও উপলব্ধ ছিলেন না তিনি।
Read More: চিন্তার ভাঁজ RCB-DC’ এর কপালে, আসন্ন WPL থেকে নাম তুলে নিলেন ২ অজি তারকা !!
এমনকি, তাঁর পুনর্বাসন প্রক্রিয়া এখনও পুরোপুরি শেষ হয়নি। টি-টোয়েন্টি ফরম্যাটে অন্যতম সফল বোলার তিনি। আইপিএলের মঞ্চে চিন্নাস্বামীর মতন মাঠে তার বোলিং পারফরম্যান্স নজর কেড়েছে ভক্তদের। যে কারণে, বিশ্বকাপে নতুন বলে এবং ডেথ ওভারে অভিজ্ঞতার দিক থেকে অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত মূল্যবান অস্ত্র ছিলেন তিনি। অন্যদিকে, ওডিআই ও টেস্টের অধিনায়ক প্যাট কামিন্সও (Pat Cummins) এখনও পুরোপুরি সুস্থ নন। ওয়েস্ট ইন্ডিজে বিরুদ্ধে চোট পাওয়ার পর অ্যাশেজে কেবলমাত্র একটি ম্যাচেই উপলব্ধ ছিলেন তিনি। এমনকি, চিকিৎসকেরা তাঁর ওয়ার্কলোড নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না মেডিক্যাল টিম।
চোটের শিকার ৩ তারকা

সবচেয়ে হতাশাজনক খবর এসেছে টিম ডেভিডকে নিয়ে। বিগ ব্যাশ লিগে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার হঠাৎ হ্যামস্ট্রিংয়ের গ্রেড ২ চোটে পড়েন। গত এক বছরে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অন্যতম ম্যাচ-ফিনিশার ছিলেন ডেভিড। তাঁর না থাকা মানে মিডল অর্ডারে বড় শূন্যতা। আইপিএলের মঞ্চে অসাধারণ ছন্দে ছিলেন তিনি। তাঁর ব্যাটিং পারফরম্যান্স অস্ট্রেলিয়ার কাছে ছিল সঞ্জীবনীর সমান। তবে তাঁর এই চোট অস্ট্রেলিয়ার মূল দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।
দুশ্চিন্তা বাড়লেও আইসিসি-র নিয়ম অস্ট্রেলিয়াকে কিছুটা স্বস্তি দিচ্ছে। প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার পর যদি কেউ চোটের কারণে খেলতে না পারেন, তাহলে পরবর্তীতে বদলি নেওয়া যায়। সেই সুযোগটুকু কাজে লাগাতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এরপর একের পর এক ম্যাচ রয়েছে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও ওমানের বিরুদ্ধে। শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালেও পৌঁছাতে পারেনি অজি দল।